#কলকাতা: এলেন দেখলেন জয় করলেন। আর প্রথমবার ভোটে জিতে মন্ত্রী হলেন। পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রী সভার সদস্য হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রী সভার শপথ গ্রহণ অনুষ্ঠান।
মোট ৪৩ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন। মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন হাওড়া শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারিও। মিনিস্টার অফ স্টেট হিসেবে শপথ নেবেন মনোজ। মন্ত্রী হওয়ার খবর পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত প্রাক্তন বঙ্গ অধিনায়ক। নিউজ ১৮ বাংলাকে টেলিফোনে মনোজ জানান, "মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করায় একমাত্র লক্ষ্য। মন্ত্রী হওয়া ভাগ্যের ব্যাপার। তবে এত গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে দিদি বিবেচনা করার জন্য আমি কৃতজ্ঞ। মানুষের সেবায় প্রতিমুহূর্তে কাজ করতে চাই।" ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন না মনোজ। তবে সেই নিয়ে কোনও আফসোস নেই প্রাক্তন নাইট তারকার। এত বিধায়কের মধ্যে যে ৪৩ জনের মধ্যে থাকতে পেরেছেন তাতেই খুশি।
এখনও দপ্তর বন্টন না করা হলেও সূত্রের খবর, বিগত মন্ত্রীসভার সদস্য লক্ষ্মীরতন শুক্লার মত ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছেন মনোজ। এই নিয়ে প্রশ্ন করা হলে মনোজ বলেন, যা দায়িত্ব দেবে তাই সামলাবো। আমি খেলাধুলার লোক সবসময় খেলাধুলার উন্নতি করার কথাই ভাববো। তবে এই মুহূর্তে একমাত্র লক্ষ্য করোনার সঙ্গে মোকাবিলা। ভোটে জেতার পর দিন থেকেই নিজের বিধানসভা এলাকায় মাস্ক বিতরণ থেকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া নিজের হাতে শুরু করেছেন মনোজ। মনোজের মতে, "করোনাকেও বিজেপির মত বাংলা থেকে ক্লিন সুইট করতে হবে।" বিগত এক বছর আগেও বাংলা হয়ে খেলেছিলেন মনোজ। এখনও ক্রিকেট থেকে অবসর নেননি। মন্ত্রী হওয়ার পর আর কি ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে? প্রশ্নের উত্তরে মনোজ স্পষ্ট করে বলেন, "এই মুহূর্তে আমার কাজ মানুষের সেবা করা। মন্ত্রীত্ব পাওয়া মানে আরো গুরুদায়িত্ব। এই সব পালন করার পর যদি সময় পাই তাহলে ক্রিকেট খেলব। আপাতত সামনে কোনও খেলা নেই। এখনই অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করিনি।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Mamata Banerjee, Manoj Tiwari