#কলকাতা: উৎসবের মরশুমে ১০০ টাকা ছুঁই ছুঁই কেজি প্রতি পেঁয়াজের দাম । প্রতিদিনের অত্যাবশ্যকীয় এই আনাজের দামের ঝাঁঝে এখন চোখে জল আসছে আম জনতার ।পেঁয়াজের দাম বেড়ে এ বার হল ৮০ টাকা। কোনও কোনও জায়গায় সেটা ৯০ টাকা বা তারও বেশি । যে কোনওদিন সেঞ্চুরি করে ফেলবে ফেঁয়াজ । পুজোর শুরুতে দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা। গত এক সপ্তাহে সেই দাম মাত্রা চাড়াল ।
তবে আলুর দামের তেমন কোনও হেরফের হয়নি। জ্যোতি আলু ৩৪ টাকা আর চন্দ্রমুখি কোথাও ৩৮ কোথাও ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সবজির দাম আলাদা করে বাড়েনি। পটল ৬০ টাকা, কুমড়ো ৩০ টাকা থেকে ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৩০ টাকা পিস, বাঁধাকপি ৫০ টাকা কেজি। টম্যাটো ৮০ টাকা কেজি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Onion, Onion price