#কলকাতা: খুচরো বাজারে একলাফে ১০ টাকা বাড়ল পেঁয়াজের দাম। গত কয়েকদিনেও লাগাতার ঝাঁঝ বাড়িয়েছে পেঁয়াজ। রফতানি বন্ধ করলেও বেআইনি মজুতদারিতে লাগাম টানা যায়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের একাংশের। আশঙ্কা, পুজোর আগেই সেঞ্চুরি হাঁকাতে পারে পেঁয়াজ।
আইপিএলের মরসুমে কি এবার সেঞ্চুরি হাঁকাবে পেঁয়াজ? ব্যবসায়ীরা তেমনটাই আশঙ্কা করছেন। কাল যে পেঁয়াজের দাম ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন, আজ সেটাই ষাট টাকা।
গত কয়েকদিনে লাগাতার ঝাঁঝ বাড়িয়েছে পেঁয়াজ। ভাল মানের পেঁয়াজ তো দূরে থাক নিম্নমানের পেঁয়াজ কিনতে গিয়েও হাত পুড়েছে ক্রেতাদের ৷ ২২ সেপ্টেম্বর পেঁয়াজের দাম ছিল ৪০ টাকা কেজি। মাত্র এক সপ্তাহেই ২০ টাকা দাম বেড়েছে।
এখানেই শেষ নয়। সাধের পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ বছর পেঁয়াজের উৎপাদন কম। তার উপর করোনা লকডাউনের ধাক্কা। সড়কপথে পেঁয়াজ পরিবহণে সময় বেশি লাগছে। বর্ষার মরসুমে এতদিন ধরে বস্তাবন্দি থেকে ৪০ শতাংশ পেঁয়াজই পচে যাচ্ছে। এত কিছু মাথায় রেখেই পিয়াজ রফতানি বন্ধ করেছিল কেন্দ্র। কিন্তু তাতেও কেন লাগাম টানা গেল না দামে? ব্যবসায়ীরা বলছেন, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ থেকে পিয়াজের আমদানি কম ৷ নাসিকে বৃষ্টিতে অধিকাংশ পেঁয়াজ পচে গিয়েছে ৷ তার মধ্যেই পেঁয়াজের মজুতদারি একশ্রেণির অসাধু ব্যবসায়ীর ৷ জোগান কমায় পেঁয়াজের দাম বাড়ছে ৷ ট্রেন বন্ধ থাকায় সড়কপথে পেঁয়াজ পরিবহণ করতে হচ্ছে ৷ তাতে পরিবহণের খরচও বেড়েছে ৷
এখন প্রশ্ন হল, দাম কবে কমবে ? নভেম্বরে কর্ণাটকের লাল পেঁয়াজ আসবে এ রাজ্যে ৷ পশ্চিমবঙ্গে উৎপাদিত পেঁয়াজও বাজারে আসবে নভেম্বরে ৷ তাইনভেম্বরের আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই ৷ এতদিন পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জল আসত। এবার কিনতে গিয়েই চোখ ছলছল আমজনতার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Onion, West bengal