corona virus btn
corona virus btn
Loading

কলকাতায় আরও এক করোনা আক্রান্তের খোঁজ, ভেন্টিলেশনে বৃদ্ধ! আক্রান্ত বেড়ে ২২

কলকাতায় আরও এক করোনা আক্রান্তের খোঁজ, ভেন্টিলেশনে বৃদ্ধ! আক্রান্ত বেড়ে ২২
রাজ্যে আরও এক করোনা আক্রান্তের খোঁজ৷ PHOTO- FILE

অ্যাপোলো হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধের শুরু থেকেই প্রবল শ্বাসকষ্টের সমস্যা ছিল৷ তাঁর মধ্যে করোনার উপসর্গ থাকায় বৃদ্ধকে হাসপাতালের আইসোলেশন আইসিইউ-তে রাখা হয়৷

  • Share this:

#কলকাতা: রাজ্যে আরও এক করোনা আক্রান্তের খোঁজ মিলল কলকাতায়৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ৭৭ বছরের বৃদ্ধের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে৷ রবিবার রাতেই ওই বৃদ্ধের করোনা পরীক্ষার রিপোর্ট আসে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে৷ সেখানেই তাঁর করোনা পজিটিভের কথা উল্লেখ ছিল৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২২৷

অ্যাপোলো হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, গত ২৮ তারিখ তিনি হাসপাতালে ভর্তি হন৷ শুরু থেকেই ওই বৃদ্ধের প্রবল শ্বাসকষ্টের সমস্যা ছিল৷ তাঁর মধ্যে করোনার উপসর্গ থাকায় বৃদ্ধকে হাসপাতালের আইসোলেশন আইসিইউ-তে রাখা হয়৷ বৃদ্ধে লালা রসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ৷

ওই বৃদ্ধের শরীরে কীভাবে সংক্রমণ ছড়াল তা জানার চেষ্টা করছে স্বাস্থ্য দফতর এবং হাসপাতাল কর্তৃপক্ষ৷ জানা গিয়েছে, ওই বৃদ্ধের বড়বাজারে কাপড়ের ব্যবসা রয়েছে৷ তিনি কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন কিনা, অথবা তিনি বা তাঁর পরিবারের কেউ সম্প্রতি বিদেশ বা অন্য রাজ্য থেকে ফিরেছেন কিনা, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে৷ বৃদ্ধের পরিবারের সদস্যদেরও প্রয়োজনে কোয়ারেন্টাইনে রাখা হবে৷

এ দিকে নয়াবাদের যে বৃদ্ধ পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি এখনও সঙ্কটজনকই রয়েছেন৷ তবে রবিবারের তুলনায় তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে৷ কারণ ওই বৃদ্ধের ভেন্টিলেশন নির্ভরতা অনেকটাই কমেছে৷ রক্তচাপও স্বাভাবিক রয়েছে৷

 
Published by: Debamoy Ghosh
First published: March 30, 2020, 10:37 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर