#কলকাতা: করোনার সময় অনেকেই অসহায়, সেই অসহায়তার সুযোগ নিয়ে প্রতারকরাও ময়দানে নেমে পড়েছে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে বাইরে না বেরিয়ে অনলাইনের উপর ভরসা করছে তরুন প্রজন্ম। বিভিন্ন মোবাইল নম্বরে যখন তখন রিচার্জ করার জন্য অনলাইনের সাহায্য নিচ্ছেন অনেকেই। এবার প্রতারকরা সেই অনলাইনের উপর-ই নজর রাখছে। গিরিশ পার্কের বাসিন্দা মৌমিতা রায়ের একটি নয়, দুটি অ্যাকাউন্ট থেকে উধাও হল প্রায় এক লক্ষ টাকা। চলতি মাসের এগারো তারিখ একটি অচেনা নম্বর থেকে ফোন আসে গিরিশ পার্কের বাসিন্দার কাছে। হাজারো ব্যস্ততার মধ্যেই ফোন ধরে হিন্দিভাষী এক ব্যাক্তি বলেন, ‘আপনার ফোনে KYC আপডেট করা নেই’।
মৌমিতার রায়ের আপডেট করা থাকলেও তার সন্দেহ হয় কথা শুনে। বারবার তাঁকে একই কথা বলায় আপডেট করার প্রক্রিয়া শুরু করেন মৌমিতা। ফোনের অপর প্রান্ত থেকে ফোন না কেটে সেই প্রক্রিয়া চালিয়ে যাবার অনুরোধ করা হয়। তাঁদের কথা শুনে মৌমিতার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক মিনিটের মধ্যে উধাও হয়ে যায় প্রায় এক লক্ষ টাকা। মোবাইলে আসা ম্যাসেজ দেখে বুঝে যান প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন বেসরকারি সংস্থার এই কর্মী। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে অভিযোগ জানান ও গিরিশ পার্ক থানায় অভিযোগ জানান মৌমিতা। সাইবার বিশেষজ্ঞ অভিজিৎ চক্রবর্তী জানান, এই ধরনের ফোন বা ম্যাসেজ থেকে দূরে থাকা দরকার। কোন সংস্থা এইভাবে ফোন করে KYC আপডেট করার অনুরোধ জানান না, এটাই প্রতারণা।
Susovan Bhattacharjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Fraud