#কলকাতা: সম্পর্কের টানাপোড়েন চলছিল অনেকদিন আগে থেকেই, সন্দেহ করতেন স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। স্বামী লক্ষণ মণ্ডলের সন্দেহের তালিকায় ছিলেন পেশায় হাসপাতালের কর্মী বর্ধমানের বাসিন্দা রঞ্জিত কোনার। সেই সন্দেহ থেকেই শনিবার সন্ধ্যায় ৬.৪৫ নাগাদ হটাৎ করেই লক্ষণ মণ্ডল পঞ্চসায়রের বেসরকারি ক্যান্সার হাসপাতালে চলে আসেন রঞ্জিতের কাছে।
অভিযোগ, লক্ষ্মণের বউ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে রঞ্জিত কোনারের সঙ্গে। সেই ঘটনাকে সামনে রেখে হাসপাতালের সুপারের ঘরে চলে তুমুল বচসা। কথা-কাটাকাটি কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আঁকার ধারণ করে। ক্যান্সার হাসপাতালের সুপারের অফিসের গন্ডগোলের আঁচ ছড়ায় হাসপাতালের বাইরেও। ঘটনা থামাতে বেশ কয়েকজন কর্মী ছুটে গেলেও কোনওভাবেই বচসা থামেনি লক্ষ্মণ ও রঞ্জিতের মধ্যে।
বেশ কিছু সময় এই ঘটনা চলার পরে লক্ষ্মণ সামনে রাখা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রঞ্জিত কোনারকে। ধারালো মাটিতে লুটিয়ে পড়েন রঞ্জিত। ঘটনার ভয়াবহতা বুঝেই খবর যায় পঞ্চসায়র থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান তদন্তকারী অফিসার। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত লক্ষণ মণ্ডলকে। আহত রঞ্জিত কোনার পঞ্চসায়রের ঐ বেসরকারি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হলে দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া দেয় আদালত।
Susovan Bhattacharjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata