হোম /খবর /ক্রাইম /
ফের কলকাতা মেট্রোয় শ্লীলতাহানি, সেন্ট্রাল মেট্রো থেকে গ্রেফতার ১

ফের কলকাতা মেট্রোয় শ্লীলতাহানি, সেন্ট্রাল মেট্রো থেকে গ্রেফতার ১

  • Last Updated :
  • Share this:
    #কলকাতা: মেট্রোতেও অশালীনতা ৷ মহিলা যাত্রীর সঙ্গে অভব্যতার অভিযোগ ৷ অভিযোগ পেয়ে সেন্ট্রাল মেট্রো ষ্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেফতার ৷ অভিযুক্তের নাম মনোজ দত্ত ৷মেট্রো সূত্রে খবর,  মহিলা যাত্রী দমদম থেকে মেট্রোতে ওঠেন। অভিযুক্ত মনোজ দত্ত বেলগাছিয়া থেকে ওই মেট্রোয় ওঠেন। মহিলা সিটে বসে ওই মহিলা যাত্রীকে ধাক্কা দেন ও অশালীন কথা বলে যান। পরে মহিলা তার ছবি তুলতে গেলে প্রতিবাদ করে অভিযুক্ত। অভিযোগকারী চিৎকার করে স্বামীকে ডাকেন। পরে সেন্ট্রাল মেট্রো ষ্টেশনে এসে যাত্রীরা ষ্টেশন মাস্টারের হাতে তুলে দেন অভিযুক্তকে।
    First published:

    Tags: Kolkata metro, Metro Arrest, Sexual Harassment