হোম /খবর /কলকাতা /
একুশের লক্ষ্যে দেড় কোটি মহিলা ভোটার, হোয়্যাটস অ্যাপকে অস্ত্র করছে তৃণমূল

একুশের লক্ষ্যে দেড় কোটি মহিলা ভোটার, হোয়্যাটস অ্যাপকে অস্ত্র করছে তৃণমূল

সোহমের মিছিলের ঠিক তিন দিনের মাথায় ১৩ জানুয়ারি কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কলকাতায় জোড়া মিছিল করবে শাসকদল। বেহালা থেকে বাইক র‍্যালি শুরু হয়ে শেষ হবে সুবোধ মল্লিক স্কোয়ারে। সেখান থেকে পায়ে হেঁটে মিছিল যাবে ময়দানে গান্ধিমূর্তির পাদদেশে। থাকবেন সৌগত রায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, দোলা সেন, পূর্ণেন্দু বসুরা।

সোহমের মিছিলের ঠিক তিন দিনের মাথায় ১৩ জানুয়ারি কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কলকাতায় জোড়া মিছিল করবে শাসকদল। বেহালা থেকে বাইক র‍্যালি শুরু হয়ে শেষ হবে সুবোধ মল্লিক স্কোয়ারে। সেখান থেকে পায়ে হেঁটে মিছিল যাবে ময়দানে গান্ধিমূর্তির পাদদেশে। থাকবেন সৌগত রায়, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, দোলা সেন, পূর্ণেন্দু বসুরা।

কিন্তু হঠাৎ দেড় কোটি মহিলার কাছে পৌঁছবার এহেন অভিনব উদ্যোগ কেন?

  • Share this:

#‌কলকাতা:‌ লক্ষ্য দেড় কোটি মহিলা ভোটার। আর সেই জন্যেই এবার সপ্তাহব্যাপী বিশেষ স্যোসাল নেটওয়ার্কিং কর্মসূচি নিল তৃণমূল মহিলা কংগ্রেস। আগামী ১৬ অগাস্ট থেকে শুরু হচ্ছে এই অভিযান। কর্মসূচি সফল করতে সত্তর হাজার মহিলা তৃণমূল কর্মী যুক্ত হচ্ছেন অভিযানে। অভিযানের নাম " স্বাধীনতার মাস স্বাধীন আকাশ "। রাজ্যে মোট বুথ রয়েছে সত্তর হাজার। এই সত্তর হাজার বুথে একজন করে মহিলা তৃণমূল কর্মী তাঁর বুথের কুড়ি জন মহিলার কাছে হোয়াটস অ্যাপ মেসেজ ফরোয়ার্ড করবেন। কী থাকবে সেই মেসেজে? থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উন্নয়নে কী কী পদক্ষেপ করেছেন, তার সচিত্র পরিসংখ্যান । রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে একটি পিডিএফ তৈরি করা হয়েছে। এই পিডিএফটি হোয়াটস অ্যাপে ছড়িয়ে দেবেন সত্তর হাজার মহিলা তৃণমূল কর্মী । সংগঠনের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌কন্যাশ্রী, রূপশ্রীর মতো মহিলা কেন্দ্রিক প্রকল্প ছাড়াও আরও বহু সরকারি প্রকল্পের সুবিধা মহিলারা পান। সেগুলো সবই তুলে ধরা হবে ওই প্রচার পত্রে’‌ ।

কিন্তু হঠাৎ দেড় কোটি মহিলার কাছে পৌঁছবার এহেন অভিনব উদ্যোগ কেন? পরিসংখ্যান দেখা গিয়েছে, ২০১৪ এবং ২০১৯ এই দুই লোকসভা নির্বাচনেই রাজ্যে মহিলাদের ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যায়। এর ফলেই ২০১৪–এ বিজেপির পাওয়া সতেরো শতাংশ ভোট ২০১৯–এ বেয়াল্লিশ শতাংশে এসে পৌঁছয়। ২০২১ এর লক্ষ্যে এখন এই মহিলা ভোট ব্যাংকের ওপরই নজর দিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। এ রাজ্যে কমবেশি সাত কোটি ভোটার আছে। এর মধ্যে তিন কোটি তেতাল্লিশ লক্ষ্যের মতো মহিলা ভোটার । এবার এই ভোট ব্যাঙ্ককে প্রভাবিত করার উদ্দেশ্যে স্যোশাল মিডিয়া অভিযান শুরু করল তৃণমূল ।

SOURAV GUHA

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: AITMC