#কলকাতা: একুশে জুলাই একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। আর এই নিম্নচাপের প্রভাবেই সপ্তাহের মাঝেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। সেই সূত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। ওড়িশাতেও প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে বুধবার থেকেই। এই পরিস্থিতিতে সোমবারের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, কলকাতা ও আশেপাশের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে। একইসঙ্গে দু'এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
যদিও আবহাওয়া দফতর এমনও জানাচ্ছে, চারিদিকে অল্পবিস্তর বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও আরও বাড়বে বই কমবে না। যত বেলা বাড়বে, তত গরম ও ঘামের দাপটে অস্বস্তি বাড়বে আমজনতার। তবে, স্বস্তি দিতেই পারে বৃষ্টি। যদিও সোমবারের থেকে মঙ্গলবার ও তারপর বৃষ্টি ধীরেধীরে বাড়তে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। অপরদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৮৯ শতাংশ।
তবে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া ভালো বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়েও। মাঝারি বৃষ্টি হবে মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। তবে, একেবারে বাদ যাবে না দক্ষিণবঙ্গও। মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
প্রসঙ্গত, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে সিকিম ও উত্তরবঙ্গের ওপর। এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একুশে জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এর প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডেও বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Weather, Kolkata Weather Update, West Bengal Weather, West bengal weather update