corona virus btn
corona virus btn
Loading

দু’হাতে ধুনচি নিয়ে চরম নাচ, বুড়ে হাড়ে ভেলকি দেখালেন দাদু! পাড়ার পুজো সরগরম

দু’হাতে ধুনচি নিয়ে চরম নাচ, বুড়ে হাড়ে ভেলকি দেখালেন দাদু! পাড়ার পুজো সরগরম
Photo Courtesy: Facebook

পিন্টুদার নাচ দেখে মুগ্ধ সকলে৷ ধুনচি নিয়ে এমন নাচে মাতলেন তিনি, হাততালিতে ভাসল মণ্ডপ...

  • Share this:

#কলকাতা: পাড়ার পুজোয়ে আনন্দই আলাদা৷ সবাই মিলে একসঙ্গে হওয়ার সুযোগ তো থাকে এই পুজোতেই৷ একই পাড়ায় থেকেও কাজের ব্যস্ততায় বছরভর প্রতিবেশীদের দেখা মেলা ভার৷ সেই সুযোগ থাকে এই পুজোতেই৷ পুজোর ক’টা দিন সবার সঙ্গে দেখা সাক্ষাৎ ও চুটিয়ে আড্ডা চলে প্রতিবেশীদের৷ আর সেখানেই পাড়ার পিন্টুদার নাচ দেখে মুগ্ধ সকলে৷ ধুনচি নিয়ে এমন নাচে মাতলেন তিনি, হাততালিতে ভাসল মণ্ডপ!

আরও পড়ুন উস্কোখুস্কো পাকা চুল, সাধারণ পোশাকে রাস্তায় দাঁড়িয়ে এমন গান! অনেক গায়ক হার মানাবেন...ভিডিওটি দেখুন

ইনি আশিস সরকার৷ বিজয়গড়ের বাসিন্দা৷ পাড়ার প্রিয় পিন্টুদা৷ তবে তার যে এই ট্যালেন্ট ছিল, তেমনভাবে কেউ যানতেন না৷ ঢাকের তালে, ধুনচি হাতে তিনিই দেখালেন কেরামতি৷ ঢাকের তাতে তাতে দু’হাতে ধুনচি নিয়ে জমিয়ে নাচলেন তিনি৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল৷ এমনভাবে পাড়ার এই ভদ্রলোককে কেউই দেখেননি৷

বেশকিছুটা বয়স হয়েছে৷ তবে বয়সের ভারে শরীর বা মন ভাঙেনি পিন্টুদার৷ বরং ঠিক উল্টো৷ বৃদ্ধ বয়সে এমনভাবে নাচলেন তিনি যে অনেক কম বয়সীরাও লজ্জা পাবেন৷ দেখুন বুড়ো বয়সে কেমন ভেলকি দেখালেন আশিসবাবু৷

First published: October 11, 2019, 10:44 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर