Home /News /kolkata /
ক্রেতা সেজে শাড়ির দোকানে ঢুকে মালিকে ঘুম পাড়িয়ে চুরি, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

ক্রেতা সেজে শাড়ির দোকানে ঢুকে মালিকে ঘুম পাড়িয়ে চুরি, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

পুলিশ সূত্রের খবর সিসিটিভি ফুটেজে চিহ্নিত করা গেছে ৫০ বছরের মহিলাকে

  • Share this:

#কলকাতা: সন্তোষপুর অ্যাভিনিউের দীর্ঘদিনের দোকান মিঠুর। শাড়ির দোকান হওয়ার সুবাদে আনাগোনা প্রচুর মহিলার। মাঝের মধ্যেই অচেনা মহিলার আনাগোনা লেগেই থাকে। সোমবার দোকান খোলার এক ঘন্টার মধ্যে দুপুর ১১টা নাগাদ দোকানে আসেন এক মহিলা। তার সঙ্গে বিভিন্ন কথার্বাতার মধ্যেই চলে শাড়ি দেখানো। বেশকিছু নতুন শাড়ি দেকার পরও আরও বিভিন্ন শাড়ি দেখতে যান সেই মহিলা। কিছু দামী শাড়ি দেখানোর পরেই তার হাতে থাকা ভারী ব্যাগ রাখতে চায় একটি জায়গায়। যদিও সেই ব্যাগেই ছিল এক বিষাক্ত রাসায়নিক। ব্যাগের মধ্যে থাকা সেই রাসায়নিকের বোতল মাটিতে পড়তেই পুরো দোকানে তৈরি হয় এক অস্বাস্থ্য পরিবেশ। সেই সময় দোকানে কোন ক্রেতা বা অন্য কর্মী উপস্থিত ছিলেন না।তারপরেই সেই সুযোগে দোকানের মালিক মিঠুর শুরু হয় শ্বাসকষ্ট ৷ মিঠু সেই ৫০ বছরের ভদ্র মহিলাকে বলেন তার শ্বাসকষ্ট হচ্ছে। তারপরেই অসচেতন হয়ে পড়েন মিঠু। সেই সুযোগের অপেক্ষায় ছিল ক্রেতা সেজে আসা মহিলা। তারপরেই মিঠুর গলায় থাকা সোনার চেন, কানের দুটি দুর ও হাতে থাকা একটি আংটি নিযে নেয় ঢুকিয়ে নেয় নিজের ব্যাগে। দোকানের ক্যাশ বাক্সেে থাকা ১৭ হাজার টাকাও নিয়ে নেন। মিঠু মল্লিকের ঘুম ভাঙতেই বুঝতে পারেন সব। তারপরেই স্থানীয় সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেন দোকানের মালিক।দোকানের মধ্যে থাকা সিসিটিভি ফুটেজ ও দেওয়া হয় তদন্তকারী অফিসারকে। পুলিশ সূত্রের খবর সিসিটিভি ফুটেজে চিহ্নিত করা গেছে ৫০ বছরের মহিলাকে। মুখ দেখে পুলিশের অনুমান এই ধরনের কাজ আগেও করেছেন ঐ মহিলা।

Susovan Bhattacharjee

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Shop, Theft