#কলকাতা: রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের কাজ সম্পূ্র্ণ ৷ মন্ত্রী হিসেবে শপথ নিলেন উজ্জ্বল বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য ৷ কারামন্ত্রী হিসেবে শপথ নিলেন উজ্জ্বল বিশ্বাস এবং অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ ই-গভর্ন্যান্স ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী হলেন তিনি ৷
এদিন বেলা ১২টা ২০ মিনিটে রাজ্যের নতুন মন্ত্রী হিসাবে রাজভবনে শপথ নেন চন্দ্রিমা ভট্টাচার্য ও উজ্জ্বল বিশ্বাস ৷ নতুন দুই মন্ত্রীর দফতর বণ্টন করা হয়। চলতি মাসেই মন্ত্রিসভায় বেশ কয়েকটি দফতরে রদবদল হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ দিল্লি থেকে ফিরে এসেই ছোট রদবদল করব ৷ ’’
গত ৮ মে দুই মন্ত্রী হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য ও উজ্জ্বল বিশ্বাসের শপথ নেওয়ার কথা ছিল৷ কিন্তু আগের দিন অর্থাৎ ৭ মে হঠাৎই রাজ্যপাল অসুস্থ হয়ে যাওয়ায় শপথ অনুষ্ঠান বাতিল করতে হয়৷ রবিবার সকালে সুস্থ হয়ে রাজভবনে ফিরে গিয়েছেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। তিনি অসুস্থ হওয়ায় ছোট করে ওই শপথ অনুষ্ঠান করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে রাজি হননি রাজ্যপাল। তাই নিয়ম মেনেই রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় ৷
আজ, সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানের পরেই দিল্লি চলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামীকাল, ১৬ মে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।