হোম /খবর /কলকাতা /
এনআরএসে অচলাবস্থা অব্যাহত, চত্বরে বহিরাগতদের ঢুকতে বিশেষ নজরদারি

এনআরএসে অচলাবস্থা অব্যাহত, চত্বরে বহিরাগতদের ঢুকতে বিশেষ নজরদারি

File Photo

File Photo

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: চিকিৎসকদের আন্দোলনের জেরে বন্ধ পরিষেবা। মুখ্যমন্ত্রী চার ঘন্টা সময়সীমা দিয়ে হুঁশিয়ারি দিলেও কোনও সঠিক সমাধানসূত্র পাওয়া যায়নি। নিরাপত্তাব্যবস্থা সুনিশ্চিত করার স্বার্থে নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় চিকিৎসকরা ।

    শুক্রবারও কাটল না এনআরএসেপ অচলাবস্থা ৷ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা ৷ বন্ধ আউটডোর, তবে চালু রয়েছে জরুরি বিভাগ ৷

    এনআরএস চত্বরে বহিরাগতদের ঢুকতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হল ৷ গেটে নজরদারি জুনিয়র ডাক্তারদের ৷ পরিচয়পত্র দেখেই ভিতরে ঢোকায় ছাড় ৷

    First published:

    Tags: Kolkata, NRS, NRS Hospital