#কলকাতা: কন্যাশ্রীর পর এবার রূপশ্রী ৷ রাজ্য বাজেটে নয়া প্রকল্পের ঘোষণা সরকারের ৷ শুধু পড়ার নয়, এবার রূপশ্রী প্রকল্পে রাজ্যের মেয়ের বিয়ের খরচও যোগান দেবে মমতা সরকার ৷
এদিনের বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, রাজ্যের মেয়েদের কল্যাণের উদ্দেশ্যে রাজ্য সরকারের নয়া প্রকল্প রূপশ্রী ৷ এই প্রকল্পে মেয়ের ১৮ বছর বয়স হলেই তাঁর বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দেবে সরকার ৷ যেসব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা বা তার কম, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন৷
এদিন অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট পেশ শেষ হতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের বোঝা না বাড়িয়েই তৈরি হয়েছে এই জনকল্যাণকর রাজ্য বাজেট ৷
ইতিমধ্যেই বিশ্বের দরবারে সেরা সামাজিক প্রকল্পের সম্মান পেয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী ৷ নাবালিকা কন্যাদের পড়াশুনা থামিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা সম্পূর্ণ বন্ধ করার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প ৷ এই কবছরে এই প্রকল্পের কারণেই স্কুলছুট পড়ুয়াদের সংখ্যা অনেক কমেছে ৷
উল্লেখ্য, জিএসটি জমানায় এটাই ছিল রাজ্যের প্রথম বাজেট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।