corona virus btn
corona virus btn
Loading

পুজোয় প্রযুক্তির ছোঁয়া, বাড়ি বসেই দেখুন ঠাকুর, পাশাপাশি দিতে পারবেন অঞ্জলিও

পুজোয় প্রযুক্তির ছোঁয়া, বাড়ি বসেই দেখুন ঠাকুর, পাশাপাশি দিতে পারবেন অঞ্জলিও

WWW.MAHAUTSABONLINE.COM। এই ঠিকানায় ক্লিক করুণ। আর ঘরে বসেই দেখে নিন দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া সর্বজনীন।

  • Share this:

#কলকাতা: ক্লিক করলেই দুগ্গা। এই পুজোয় নতুন প্রযুক্তি। এক বেসরকারি সংস্থার উদ্যোগে তৈরি হয়েছে নতুন পোর্টাল। মহাউৎসবঅনলান ডট কম এই ইউআরএল টাইপ করলেই ঠাকুর দেখার পাশাপাশি দিতে পারবেন অঞ্জলিও।

WWW.MAHAUTSABONLINE.COM। এই ঠিকানায় ক্লিক করুণ। আর ঘরে বসেই দেখে নিন দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়া সর্বজনীন। উত্তরের আহিরীটোলা সর্বজনীন। আর সল্টলেকের এফডি ব্লকের পুজোর সবকিছু। পুজোর আগে কলকাতাকে এই উপহার দিল এক বেসরকারি সংস্থা। এতদিন ওয়েবসাইটের মাধ্যমে ঠাকুর দেখা যেত। এই ওয়েবসাইট যেন বাকিদের থেকে অনেক এগিয়ে। কারণ, এই ওয়েবসাইটের মাধ্যমে দূর দেশের থাকা বাঙালি দিতে পারবেন অঞ্জলি। পাঠাতে পারবেন প্রণামী।

এককথায় অভিনব। বলছেন শহরের সেলিব্রিটিরা। স্বাগত জানিয়েছেন পুজো উদ্যোক্তারাও।

পৃথিবী আজ সত্যিই স্যাটালাইটের হাতে বন্দি। প্রযুক্তির উন্নয়ন নিত্যদিন। সেই উন্নয়নের ছোঁয়া এবার পুজোতেই। ওয়েবসাইটের পক্ষ থেকে বলা হয়েছে, বাড়ি বসে নির্দিষ্ট সময়ে ওই তিন মণ্ডপের ঠাকুর দেখা যাবে।

First published: September 24, 2019, 7:17 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर