#কলকাতা: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নকল ও প্রশ্ন ফাঁস রুখতে দৃঢ়প্রতিজ্ঞ মধ্যশিক্ষা পর্ষদ ৷ পরীক্ষার হলে মোবাইলের ব্যবহার রুখতে এবার শপিং মল-মেট্রোর মতো হাইসিকিওরিটি জোনের মতো মেটাল ডিরেক্টর ব্যবহারের ভাবনা ৷ আগামী শিক্ষাবর্ষেই এই পদ্ধতি ব্যবহারের ইঙ্গিত ৷
গত কয়েক বছর ধরে পরীক্ষা চলাকালীন হোয়াটস অ্যাপে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে ৷ যদিও মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে চলতি বছরে সম্পূর্ণভাবে পরীক্ষা হল ও স্কুলে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মোবাইলের ব্যবহার ৷ এমনকি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পরীক্ষা চলাকালীন মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ৷ কিন্তু তাতেও হয়নি শেষরক্ষা ৷ তাই এবার নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না পর্ষদ ৷ হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করার কথা ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ ও স্কুল শিক্ষা দফতর ৷ যদিও এই নিয়ে কোনও ঘোষণা এখনও পর্যন্ত হয়নি ৷ তবে মেটাল ডিরেক্টর নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে পর্ষদ ৷
আগামী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২০ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৮ ফেব্রুয়ারি থেকে, চলবে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত।
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) – প্রথম ভাষা ১৯ ফেব্রুয়ারি (বুধবার) – দ্বিতীয় ভাষা ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) – ভুগোল ২২ ফেব্রুয়ারি (শনিবার) – ইতিহাস ২৪ ফেব্রুয়ারি (সোমবার) – অঙ্ক ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) – ভৌত বিজ্ঞান ২৬ ফেব্রুয়ারি (বুধবার) – জীবন বিজ্ঞান ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) – ঐচ্ছিক বিষয়