Home /News /kolkata /
শিশু নিগ্রহ আটকাতে এবারে সিলেবাসে গুড টাচ, ব্যাড টাচ

শিশু নিগ্রহ আটকাতে এবারে সিলেবাসে গুড টাচ, ব্যাড টাচ

Picture Courtesy Youtube

Picture Courtesy Youtube

শিশু নিগ্রহ আটকাতে এবারে সিলেবাসে গুড টাচ, ব্যাড টাচ

 • Share this:

   #কলকাতা: সংবাদ শিরোনামে একের পর এক শিশু নিগ্রহের ঘটনা ৷ কখনও চার, কখনও সাত, কিছু বিকৃত মানসিকতার হিংস্র শ্বাপদের নির্যাতনের শিকার হচ্ছে এই খুদেরা ৷ বিপদ থেকে ছোটদের সচেতন করতে এবার উদ্যোগ নিচ্ছে শিশু সুরক্ষা কমিশন ও সিলেবাস কমিটি ৷

  সিলেবাসে গুড টাচ, ব্যাড টাচ। কোন স্পর্শ কেমন, কি তার অনুভূতি - পড়ুয়াদের স্পষ্ট ধারণা দিতে অভিনব উদ্যোগ। চতুর্থ শ্রেণি থেকে সিলেবাসে থাকছে নতুন এই বিষয়। প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে এব্যাপারে সচেতনা তৈরিতে হবে কর্মশালা। জিডি বিড়লার ঘটনার প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত।

  স্পর্শেই নাকি মালুম হয় মানুষের চরিত্র। বুঝে নেয় অনুভূতি। ফ্রয়েডিয়ান তত্ত্ব। ভাল ছোঁয়া - খারাপ ছোঁয়া নিয়ে এবার স্কুলপড়ুয়াদের মধ্যেও ধারণা তৈরিতে উদ্যোগী রাজ্য। শিশু সুরক্ষা কমিশন ও সিলেবাস কমিটির যৌথ উদ্যোগেই কার্যকর হতে চলেছে এই প্রস্তাব ৷

  জিডি বিড়লায় শিশু নিগ্রহের ঘটনা সামনে আসার পরই এধরণের উদ্যোগের প্রয়োজনীয়তা অনুভূত হয়। তাই একেবারে প্রথম শ্রেণী থেকে পড়ুয়াদের এব্যাপারে সচেতন করতে উদ্যোগী শিশু সুরক্ষা কমিশন ও স্কুল শিক্ষা দফতর।

  চতুর্থ শ্রেণী থেকে পাঠক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে ৷ নেওয়া হতে পারে পরীক্ষাও ৷ প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে আয়োজন করা হবে কর্মশালার ৷ এই কর্মশালার মাধ্যমেই সচেতনা তৈরির চেষ্টা করা হবে ৷ এই বিষয়ে খসড়া করবে শিশু সুরক্ষা কমিশন ও সিলেবাস কমিটি ৷ শীঘ্রই সব সরকারি স্কুলে কার্যকর হবে এই নতুন সিলেবাস ৷

  সংবেদনশীল ও স্পর্শকাতর। টার্গেট স্কুল ছোটরা বলে প্রথম থেকেই সতর্ক থাকতে চাইছে কমিশন। জয়ফুল লার্নিং এর নীতি মেনেই তৈরি হচ্ছে সিলেবাস ও কর্মশালা।

  কার্টুন, ছড়ার মাধ্যমে শিক্ষা নাটক আকারেও বর্ণনা দেওয়ার ব্যবস্থা শিক্ষকদের জন্যও আলাদা ম্যানুয়েল সব সরকারি স্কুলেই হবে

  ইউনিসেফের সমীক্ষা বলছে, অস্বস্তিকরভাবে স্পর্ষ, ভারতে ইচ্ছের বিরুদ্ধে স্পর্ষ এমনকি স্পর্শ নিগ্রহ বা টাচ অ্যাবিউসের শিকার প্রায় ২৩ শতাংশ শিশু। সেই অস্বস্তি প্রকাশের সুযোগও থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। এক্ষেত্রে পরিস্থিতির মোকাবিলা করতে শিখুক ছোটরা। সেটা চেয়েই শুরু এমন উদ্যোগ।

  First published:

  Tags: Awareness Campaign, Good touch bad touch, Sexual Assault

  পরবর্তী খবর