মমতার শপথে অনুপস্থিত গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা

আসার কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে এলেন না গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: আসার কথা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে এলেন না গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা ৷

    এর আগে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিলেন মোর্চা নেতা বিমল গুরুং ৷ কথা ছিল শপথ গ্রহণের দিন কলকাতায় হাজির থাকবেন তিনি ৷ জানিয়েছিলেন পাহাড়ের উন্নয়নের জন্য রাজ্যের সহিযোগিতা চাই ৷ তাই তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন ৷ তবে পাশাপাশি তিনি আরও জানান যে মোর্চার দাবি ও আন্দোলন জারি থাকবে ৷

    এবারের নির্বাচনে পাহাড়ে ভোট বেড়েছে তৃণমূলের ৷ এর জেরে কিছুটা হলেও অস্বস্তি বেড়েছে মোর্চা নেতাদের ৷ তাই এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে  বিমল গুরুংয়ের অনুপস্থিতি৷

    সময়ের সাথে সাথে পাল্টাতে থাকে রাজনৈতিক সমীকরণ ৷ প্রথমে সহযোগিতার বার্তা দিয়েও কেন আসলেন না গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা ? তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ৷ তবে বিমল গুরুংয়ের অনুপস্থিতের কারণ এখনও জানা যায়নি ৷

    First published:

    Tags: Bengali News, Bimal gurung, ETV News Bangla, Gorkha janamukti morcha, Mamata Banerjee, Mamata Oath Ceremony, গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা