হোম /খবর /দেশ /
মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট অমর্ত্য সেনের,'দেশনেত্রী' বলে আখ্যা

Exclusive: মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট অমর্ত্য সেনের, মুখ্যমন্ত্রীকে 'দেশনেত্রী' বলে আখ্যা নোবেল জয়ীর

সোমবার নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার News18 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নোবেল জয়ীর মুখে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা।

  • Share this:

কলকাতা: প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার সেই দাবি কার্যত উড়িয়ে দিলেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মঙ্গলবার তিনি এটা বুঝিয়ে দিলেন আগামী দিনে জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আলোচনায় উঠবে। "দেশনেত্রী" বলেও সম্বোধন করলেন অমর্ত্য সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন "নরেন্দ্র মোদীর বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায় কিনা জানিনা। তিনি তো বড় দেশনেত্রী। নরেন্দ্র মোদীর পর কে হবে তা নিয়ে যখন আলোচনা উঠবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে এটা নিয়ে আশ্চর্যের কিছু দেখি না। এ নিয়ে ভাবার কারণ আছে নিশ্চয়ই আছে।"

পাশাপাশি অমর্ত্য সেন এও বলেন "নরেন্দ্র মোদী তো এখন নিশ্চয়ই সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতা। তার নেতৃত্বে যে নানান রকম দোষ আছে, ভুল আছে তাহলে নিশ্চয়ই ভাবার কথা আছে। তখন ভাবতে হবে কে দেশ নেতা হবে। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিশ্চয়ই উঠবে। আরও কয়েকজনের নাম উঠবে। কিন্তু এর মধ্যে কে কত দূর এগোতে পারবে অঙ্ক করা সহজ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নেতৃত্বের যে ক্ষমতা আছে সেই পরিপ্রেক্ষিতে বিচার্য হবে।" সাম্প্রতিক সময় ডিমানিটাইজেশন থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের একাধিক ইস্যু নিয়ে বারবার সমালোচনার সুর শোনা গেছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মুখে। কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি নিয়েও সরব হতে দেখা গেছে অমর্ত্য সেনকে।

আরও পড়ুনঃ SSC Teacher Recruitment Scam: 'আপনার ভূমিকা নিয়ে সন্দেহ হচ্ছে...' বিস্ফোরক বিচারপতি! নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় কার উদ্দেশ্যে এমন মন্তব্য?

এর প্রেক্ষিতে বিজেপির কয়েকজন নেতার মুখেও অমর্ত্য সেন নিয়ে প্রতিবাদ করতেও দেখা গেছে। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গত সোমবার অমর্ত্য সেনের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী জমির বিতর্ক নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পাশে রাজ্য সরকার যে রয়েছে সেই বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন অর্থনীতিবিদকে। শুধু তাই নয় জমির নথিও বিস্তারিতভাবে তুলে দিয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নোবেল জয়ী অর্থনীতিবিদের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই মন্তব্য রাজনৈতিকভাবে ও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দেশনেত্রী বলে সম্বোধন করায় আগামী দিনে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আরো গুরুত্বপূর্ণ যে হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তাতে অবশ্য কোন সন্দেহ নেই বলেই মনে করছে রাজনৈতিক মহল।

SOMRAJ BANDOPADHYAY

Published by:Sudip Paul
First published:

Tags: Amartya Sen, CM Mamata Banerjee, Mamata Banerjee, West bengal