#কলকাতা: আজ থেকে দক্ষিণ ও পূর্ব কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। টালা ট্যাঙ্কের সংস্কারের কাজ চলায় বন্ধ থাকবে জল সরবরাহ। এছাড়াও পলতায় ভালব বদল হবে। এর জেরে কসবা, বালিগঞ্জ, গড়িয়াহাট, ভবানীপুর, টালিগঞ্জ ও কালীঘাটের কিছু এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে। পুরসভা জানিয়েছে রবিবার দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
বেশ কয়েকদিন ধরেই আটকে ছিল ট্যাঙ্ক সংস্কারের কাজ ৷ কলকাতাবাসীর জলের মূল জোগানদার টালা ট্যাঙ্ক ও পলতা শোধনাগার ৷ দুটি কেন্দ্রেই সংস্কার শুরু হওয়ায় মহানগরের বেশ কয়েকটি জায়গার জল নিয়ে সমস্যায় পড়বেন মানুষ ৷
পুরসভার ৬৮ থেকে ৭২ এবং ৮৬ ও ৯০ নম্বর ওয়ার্ডে শনিবার থেকে মিলবে না জল ৷ আংশিকভাব জল সরবরাহ বন্ধ থাকবে ৭৩, ৮৩, ৮৪, ৮৫, ৮৭ এবং ৮৮ নম্বর ওয়ার্ডে। পুরসভার তরফে জানানো হয়েছে সংস্কারের কাজ অত্যন্ত জরুরি ছিল ৷
পলতা থেকে দৈনিক ২৬ কোটি গ্যালন জল পরিশোধন হয়। এর মধ্যে ২১ কোটি গ্যালন জল আসে কলকাতায়। টালার জল ধারণ ক্ষমতা ৯০ লক্ষ গ্যালন। এই নিয়ে আগে থেকে প্রচার চালানো হয়েছিল নির্দিষ্টি ওয়ার্ডগুলিতে যাতে আগে থেকে জল ধরে রাখতে পারে সাধারণ মানুষ ৷