#কলকাতা: অগাস্ট মাস থেকেও পুরোপুরি স্বাভাবিক নাও হতে পারে ট্রেন পরিষেবা। ২২ জুন রেল মন্ত্রকের তরফে এমনই এক সার্কুলার জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে ১৪ এপ্রিল অথবা তার আগের কোনও তারিখে রেগুলার ট্রেনের টিকিট বুকিং করা থাকলে সেই অগ্রিম টিকিট বাতিল বলে ঘোষণা করা হল। ১৪ এপ্রিল থেকে ১২০ দিন ধরলে আগামী ১১ অগাস্ট অবধি রেগুলার ট্রেনের টিকিট বাতিল হয়ে যাচ্ছে। ফলে পরিষ্কার হয়ে যাচ্ছে আগামী অগাস্ট মাস থেকেও রেগুলার ট্রেন পরিষেবা চালুর সম্ভাবনা নেই।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ৩১ শে জুলাই অবধি লকডাউন বৃদ্ধি করা হয়েছে। ফলে লোকাল ও মেট্রো ট্রেন পরিষেবা আপাতত চালুর সম্ভাবনা নেই। যে সমস্ত যাত্রীদের অগ্রিম টিকিট বাতিল করা হচ্ছে তাদের পুরো টাকাই ফেরত দেওয়া হচ্ছে। দেশ জুড়ে সাধারণ সময়ে প্রায় ৪৫০০ মেল/এক্সপ্রেস ট্রেন চলাচল করে। কোভিড ১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন ২৩০ মেল/এক্সপ্রেস স্পেশাল ট্রেন চলাচল করছে।
ভারতীয় রেলের প্যাসেঞ্জার মারকেটিং যে সারকুলার জারি করেছে তার সঙ্গে অবশ্য এই স্পেশাল ট্রেন চলাচলের কোনও সম্পর্ক নেই। এই স্পেশাল ট্রেনগুলি যে ভাবে সূচি মেনে চলাচল করছে তেমন ভাবেই করবে। ফলে রেল মারফত যাতায়াত করতে গেলে ওই ২৩০ স্পেশাল ট্রেন একমাত্র ভরসা যাত্রীদের জন্যে। রেল মন্ত্রকের আধিকারিকরা জানাচ্ছেন, ট্রেন চালানো নিয়ে রেল মন্ত্রক ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে প্রতিনিয়ত আলোচনা চলে। কোভিড ১৯ পরিস্থিতিতে কীভাবে ট্রেন চলবে তা স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করে দেওয়া নিয়ম মেনেই হচ্ছে। তবে কোনও রাজ্য লোকাল বা মেট্রো চালানোর জন্যে আবেদন জানালে তখন ভেবে দেখা হতে পারে। যাদের ট্রেনের টিকিট বাতিল হচ্ছে তাদের পুরনো টিকিটে আর যাতায়াত করা সম্ভব নয়। তাদের ফের নতুন করে ট্রেনের টিকিট বুকিং করতে হবে। তারপর মিলবে রেলে চড়ার সুযোগ। ফলে ভরসা সেই স্পেশাল ট্রেন। রেগুলার ট্রেন আপাতত বন্ধই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways