Home /News /kolkata /
দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি নয়, আরও ২-৪ দিন চলবে তাপপ্রবাহ

দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি নয়, আরও ২-৪ দিন চলবে তাপপ্রবাহ

Photo : Collected

Photo : Collected

এখনই মুক্তি নেই গরম থেকে ৷ নাজেহাল দশা চলবে আরও কয়েকদিন ৷ উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গের জন্য কোন আশার বাণী শোনাতে পারল না আবহাওয়া দফতর ৷

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: এখনই মুক্তি নেই গরম থেকে ৷ নাজেহাল দশা চলবে আরও কয়েকদিন ৷ উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গের জন্য কোন আশার বাণী শোনাতে পারল না আবহাওয়া দফতর ৷ কলকাতায় তাপপ্রবাহ চলবে আরও ২দিন, এমনই জানানো হয়েছে ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ৷

  আরও পড়ুন টানা বৃষ্টিতে জলমগ্ন ডুয়ার্স, জলের তলায় একাধিক চা-বাগান

  চড়া রোদ, সঙ্গে আদ্রতার জেরে দমবন্ধ পরিস্থিতি থেকে এই মুহূর্তে কোন মুক্তি নেই ৷ কারণ আগামী ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে ৷ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হতে পারে ছিটেফোঁটা বৃষ্টি ৷ তবে কলকাতা ও সংলগ্ন  দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না ৷ দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অবস্থান অত্যন্ত দুর্বল  ৷ সঙ্গে যোগ হয়েছে উত্তর-পশ্চিমের শুকনো হাওয়ার দাপট ৷ জলীয় বাষ্প কম থাকায় তীব্র গরমে হাসফাঁস দশা ৷ তবে উত্তরবঙ্গের ৫জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে ৷ জানিয়েছে হাওয়া অফিস ৷

  আরও পড়ুন  জানেন কেন হয় জামাই-ষষ্ঠী?

  First published:

  Tags: Alipore Weather, Hot And Humid Weather, Kolkata Weather Forecast, Sunday Weather Forecast, Weather Forecast