Susovan Bhattacharjee
#কলকাতা: বড়দিন মানেই উৎসবের মেজাজ, সকালে আড্ডা, খাওয়া-দাওয়া বিকেলে পার্ক স্ট্রিট। চেতলা অগ্রনি ক্লাবে আজ, বুধবার সকালে আয়োজন করা হয়েছিল ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতা।
প্রতিযোগীদের সংখ্যা অসংখ্য, তাদের বিভিন্ন বার্তা, কেউ নার্স, কেউ অ্যাসিড আক্রান্ত, কেউ দুর্গা। সবাইকে ছাপিয়ে নজর কাড়ল অন্য এক ক্ষুদে প্রতিযোগীর বার্তা। মাথায় টুপি,পড়লে সাদা পাঞ্জাবি, গায়ে নামাবলি, হাতে ব্যানার ‘নো এনআরসি’-‘নো সিএবি’। এই বার্তা দেখে তার সঙ্গে ছবি তুললেন মেয়র। ফিরহাদ হাকিম জানালেন, এই ধরনের বার্তায় সাধারণ মানুষ অনেক সচেতন হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে বড়দের যেটা মানা দরকার, বাচ্চারা সেটা মনে করিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে কসবার রাজডাঙায় কলকাতা পুরসভার ১২ নম্বর বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষও মেতে উঠলেন নিজের পাড়ার উৎসবে। কচিকাঁচাদের কেক খাওয়ানো থেকে গিফট দেওয়া সবই ছিল সেখানে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।