#কলকাতা: আগামিকাল থেকে কলকাতা মেট্রোয় সিনিয়র সিটিজেনদের প্রয়োজন হবে না কোনও ই-পাস। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সিনিয়র সিটিজেনদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
এতদিন সকাল ১১ঃ৩০টা থেকে বিকেল ১৬ঃ৩০টা পর্যন্ত কোনও ই-পাস লাগত না সিনিয়র সিটিজেনদের। রবিবারও কোনও ই-পাস লাগছিল না। এবার থেকে আর কোনও দিন ই-পাস প্রয়োজন হবে না সিনিয়র সিটিজেনদের। শুধুমাত্র বয়সের প্রমাণ পত্র দেখিয়েই যাতায়াত করা যাবে। সিনিয়র সিটিজেনদের জন্যে পুজোর আগেই এই উপহার কলকাতা মেট্রোর৷
রবিবারও এখন মিলছে কলকাতায় মেট্রো। রবিবার ৪ অক্টোবর থেকে চালু হয়েছে এই পরিষেবা। রবিবার মেট্রো চলছে ৫৮ টি। ২৯টি আপ ও ২৯টি ডাউন মেট্রো চলছে। অন্যদিকে সোমবার থেকেই বাড়ানো হয়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। ১১০টি আপ ও ডাউন মেট্রোর বদলে, সোমবার থেকে মেট্রো চলছে ১১৬টি। আগামী সোমবার থেকে সেই সংখ্যা আরও বাড়ানো হবে। আনলক ৪ অধ্যায়ে মেট্রো চলছিল প্রতি রেকে ৪০০ জন যাত্রী নিয়ে। গত সোমবার থেকে সেই সংখ্যা বৃদ্ধি করে করা হয়েছে ৫৬০ জন। এখন সন্ধ্যায় মিলছে অতিরিক্ত মেট্রো, শেষ মেট্রো দুই প্রান্ত থেকে ছাড়বে সন্ধ্যা সাড়ে সাতটায়। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার মেট্রো চলবে শুধুমাত্র নোয়াপাড়া-কবি সুভাষ রুটে। ইস্ট-ওয়েস্ট মেট্রো রবিবার এখনই চালু হচ্ছে না। রবিবার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ১০ঃ১০ মিনিটে। ২০ মিনিট অন্তর দেওয়া হবে পরিষেবা। সিনিয়র সিটিজেনদের লাগবে না কোনও ই-পাস৷ বয়সের প্রমাণ দেখিয়ে যাওয়া যাবে। পুজোর মরশুমে নিউ নর্মাল মেট্রোয় অভ্যস্ত হয়ে উঠছে কলকাতা। তাই এবার রোববারেও চালু করা হচ্ছে মেট্রো পরিষেবা। সূত্রের খবর, সপ্তাহের বাকি দিন এখন যে রকম যাত্রী হচ্ছে। রবিবারেও সেই সংখ্যক যাত্রী হবে। তা হিসেব করেই রবিবারে এবার মেট্রো পরিষেবা চালু করার সিদ্ধান্ত। মেট্রো কর্তৃপক্ষ আশাবাদী এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, টালিগঞ্জ, দমদম, রবীন্দ্র সদন-সহ একাধিক স্টেশনে ভিড় হবে। অন্যান্য দিন অফিস টাইম বাদে ই-পাসের প্রয়োজন হত। সপ্তাহের কোনও দিনই তা আর প্রয়োজন হবে না। অন্যদিকে অফিস টাইমে সকাল-সন্ধ্যা বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। দিন পিছু যাত্রী সংখ্যা বাড়ছে। তাই এই মেট্রোর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হল।
Abir Ghoshal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata metro