• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সৌগত-শুভেন্দু দীর্ঘ বৈঠকে মিলল না কোনও রফাসূত্র, তবে দলে রাখতে উদ্যোগী তৃণমূল, আবারও বৈঠকের সম্ভাবনা

সৌগত-শুভেন্দু দীর্ঘ বৈঠকে মিলল না কোনও রফাসূত্র, তবে দলে রাখতে উদ্যোগী তৃণমূল, আবারও বৈঠকের সম্ভাবনা

বাঙালি জননেতা নেই৷ এই সঙ্কটেই দীর্ঘদিন ধরে ভুগছিল রাজ্য বিজেপি৷ অন্য দল থেকে হলেও বাঙালি কোনও জননেতার খোঁজে ছিল বিজেপি নেতৃত্ব৷ শুভেন্দু অধিকারী দলে যোগ দিলে বিজেপি-র সেই সন্ধান অনেকটাই মিটবে, এ বিষয়ে একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ সঙ্গে এই প্রশ্নও থাকছে, শুভেন্দু অধিকারীকে কীভাবে কাজে লাগাবে বিজেপি নেতৃত্ব?Photo-File

বাঙালি জননেতা নেই৷ এই সঙ্কটেই দীর্ঘদিন ধরে ভুগছিল রাজ্য বিজেপি৷ অন্য দল থেকে হলেও বাঙালি কোনও জননেতার খোঁজে ছিল বিজেপি নেতৃত্ব৷ শুভেন্দু অধিকারী দলে যোগ দিলে বিজেপি-র সেই সন্ধান অনেকটাই মিটবে, এ বিষয়ে একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ সঙ্গে এই প্রশ্নও থাকছে, শুভেন্দু অধিকারীকে কীভাবে কাজে লাগাবে বিজেপি নেতৃত্ব?Photo-File

দীর্ঘ বৈঠকেও নন্দীগ্রাম আন্দোলেনের নেতার মানভঞ্জনে সক্ষম হল না তৃণমূল কংগ্রেস ৷ ভোটের আগে শুভেন্দু অধিকারীকে সামলাতে কৌশলী তৃণমূল।

 • Share this:

  #কলকাতা: দীর্ঘ বৈঠকেও নন্দীগ্রাম আন্দোলেনের নেতার মানভঞ্জনে সক্ষম হল না তৃণমূল কংগ্রেস ৷ রাজ্য রাজনীতির নজর এখন শুভেন্দু অধিকারীর উপর৷ তার রাজনৈতিক অবস্থানের উপর অনেকটাই নির্ভর করছে জেলার ভোট সমীকরণ সঙ্গে দলের ইমেজ ৷ ভোটের আগে শুভেন্দু অধিকারীকে সামলাতে কৌশলী তৃণমূল। গত সপ্তাহে তাঁর সঙ্গে বৈঠক করেন দলের সাংসদ সৌগত রায়। এদিনও বৈঠক করে তাঁর অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয় বলে তৃণমূল সূত্রে খবর। তবে শুভেন্দুকে ধরে রাখতে উদ্যোগী তৃণমূল শিবির ফের বৈঠকে বসতে চাইছে ৷

  লাগাতার দলীয় ব্যানার ছাড়া সভা সহ হোডিং-পোস্টারে ক্রমশই স্পষ্ট হয়েছে দূরত্ব ৷ দলের সঙ্গে মান-অভিমান ও দাবি দাওয়ার দড়ি টানাটানির মাঝে পরিবহণমন্ত্রী তথা শুভেন্দু অধিকারীর মুখে বেশ কয়েকবার দলকে উদ্দেশ্য করে বলা কিছু মন্তব্য যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ৷ যদিও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে এখনও ধোঁয়াশা কায়েম রেখেছেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা ৷

  তবে আপোষ করে হলেও শুভেন্দু অধিকারীকে ধরে রাখতে উদ্যোগী তৃণমূল ৷ তবে দলের অন্দরের বিভাজনও শুভেন্দু ইস্যুতে বারবার নজরে এসেছে একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বিধায়ককে লাগাতার আক্রমণ তো অন্যদিকে সৌগত থেকে পার্থ চট্টোপাধ্যায়ের আন্তরিক বার্তা ৷ এরই মাঝে নেত্রীর বার্তা নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে বসেন সৌগত রায় ৷ সেদিনের বৈঠকে শুভেন্দু বেশ কিছু দাবি তুলে ধরে বলে খবর ৷

  সূত্রের খবর দলের কাছে শুভেন্দুর বেশ কয়েকটি দাবি আছে । এর মধ্যে রয়েছে, নন্দীগ্রামের বিধায়ক জানিয়েছিলেন, দলে তাঁর গুরুত্ব বাড়াতে হবে। সংগঠনে পুরোনো সব দায়িত্বে ফেরাতে হবে তাঁকে। পুরোনো জেলাগুলির দায়িত্ব আবার দিতে হবে। অন্য কেউ নয়, সরাসরি নেত্রী যেন তাঁর সঙ্গে কথা বলেন। শুভেন্দুর দাবি নিয়ে তৃণমূল সূত্রে খবর, জুলাই মাসে সাংগঠনিক রদবদল হওয়ায় পুরনো দায়িত্বে শুভেন্দু ফেরানোর এখনই কোনও সম্ভাবনা নেই।

  সোমবার উত্তর কলকাতায় তৃণমূল বিধায়ক শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসেন সৌগত রায় ৷ প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক ৷ যদিও তাতে বিশেষ লাভজনক ফল পাওয়া যায়নি বলেই দলীয় সূত্রে খবর ৷ ফের শীঘ্রই আরও একটি বৈঠকের সম্ভাবনা ৷ তবে শুভেন্দুকে নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিতে চাইছে দল তা একরকম স্পষ্ট ৷

  Published by:Elina Datta
  First published: