Home /News /kolkata /

রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ হল ছট পুজো, ক্ষুদ্ধ মেয়র ফিরহাদ হাকিম

রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ হল ছট পুজো, ক্ষুদ্ধ মেয়র ফিরহাদ হাকিম

  • Share this:

    #কলকাতা: রবীন্দ্র সরোবরে এ বছর আর ছটের পুজো নয় ৷ জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিল এমনই ৷ তবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আদালতের এই সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করেছেন ৷ তাঁর কথায়, দিল্লির নির্দেশেই এবার রবীন্দ্র সরোবরে ছট বন্ধ করতে বাধ্য হচ্ছেন তাঁরা। বদলে কলকাতার ১০টি অন্য পুকুরে ছট পুজোর ব্যবস্থা করা হচ্ছে। এগুলি হল নোনাডাঙা ৩ নম্বর ঘাট, জোধপুর পার্ক জলাশয়, রামধন পার্ক, গোবিন্দন কুট্টি, মাদুরতলা ঝিল, নববৃন্দাবন ঝিল, ১০ নম্বর পুকুর, লালকা পুকুর, কাটজু নগর পুকুর ও রুবি হাসপাতালের পার্শ্ববর্তী জলাশয় ৷ গত ২ বছরও আদালতের নিষেধাজ্ঞা ছিল তা সত্ত্বেও রবীন্দ্র সরোবরে ছট পুজোর আচার পালিত হয়েছে ৷ এতেই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটিকে ৷ তবে এবার রবীন্দ্র সরোবরে সম্পূর্ণরূপে ছট বন্ধ হতে চলেছে ৷

    First published:

    Tags: Chhath Puja, Rabindra Sarobar

    পরবর্তী খবর