#কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী৷ মাঝে ভেসে উঠেছিল তথাগত রায়ের নামও৷ কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি-র মুখ আসলে কে? এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি৷ রাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ির অবশ্য দাবি, যথাসময়ে সেই মুখ তুলে ধরবে বিজেপি৷
এ দিন রাজ্যে প্রচারে আসার পথে নিউজ ১৮ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'তৃণমূলের খেলা শেষ হবে আর বিজেপি-র রাজত্ব শুরু হবে৷ আমাদের মুখ্যমন্ত্রীর মুখ যথাসময়ে সামনে আনা হবে৷'
তৃণমূল বার বারই কটাক্ষ করে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুলে ধরার মতো মুখই আসলে নেই বিজেপি-র৷ এ দিন সেই অভিযোগও খারিজ করেছেন নীতিন গড়কড়ি৷ তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী হওয়ার মতো মুখের অভাব নেই আমাদের৷'
সাধারণত কোনও বিধানসভা নির্বাচনেই দল ক্ষমতায় না থাকলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে আগে থেকে তুলে ধরে না বিজেপি৷ উত্তর প্রদেশ, ত্রিপুরার মতো রাজ্যেও এই নীতিই নিয়েছিল গেরুয়া শিবির৷ রাজনৈতিক মহলের ধারণা, আগে থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারও নাম ঘোষণা করে দিলে দলের নেতাদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে৷ মূলত সেই কারণেই আপাতত নরেন্দ্র মোদি-অমিত শাহদের সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবিলার নীতি নিয়েছে বিজেপি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Mamata Banerjee, Nitin Gadkari, TMC, West Bengal Assembly Election 2021