কলকাতা: বিএসএফ-এর গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে ক্রমশই তাতছে কোচবিহার। গত শনিবার দিনহাটায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনার পরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। রবিবার সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ প্রামাণিকের অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে নাকি টিয়ার গ্যাসের শেল ছুড়েছিল পুলিশ। হামলার পরেও ছিল নিষ্ক্রিয়।
এদিন নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, "তৃণমূলের দুষ্কৃতীরা পাথর-বোমা নিয়ে এসেছিল। কালো পতাকা দেখানোর নামে সন্ত্রাস করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা।" এরপরেই সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিশীথ দাবি করেন, "পুলিশ চাইলে দুষ্কৃতীদের আটকাতে পারত। আমার গাড়িতে পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে। আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তবে আমি ভীত নই। আমি চিন্তিত সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে।"
বিজেপি নেতার দাবি, উত্তরবঙ্গে মাটি হারিয়েছে তৃণমূল। একজন রাজবংশী হিসেবে তিনিই প্রথম ব্যক্তি, যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। সেই কারণেই তৃণমূল তাঁকে নিশানা করছে বলে অভিযোগ নিশীথের।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে ফের টার্গেট কিলিং! পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু কাশ্মীরি পণ্ডিতের
নিশীথের অভিযোগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "নিশীথ প্রামাণিককে কে মেরে ফেলতে চাইছে জানি না। তৃণমূল কংগ্রেসের খেয়েদেয়ে কোনও কাজ নেই। উনি সুস্থ থাকুন।"
গত শনিবার বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা মহকুমা। দিনহাটার বুড়িরহাটে নিজের সংসদীয় এলাকায় দলীয় কর্মসূচিতে বেরিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিক। অভিযোগ, তাঁর কনভয় লক্ষ করে ছোড়া হয় ইট-পাটকেল। তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। হামলার ঘটনার পরেই অবশ্য এর জন্য তৃণমূলকে নিশানা করে বিজেপি। অন্যদিকে, রাতে সাহেবগঞ্জ, বামনহাট-সহ বিভিন্ন এলাকায় বিজেপির পার্টি অফিস ও নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকাল থেকেই থমথমে সাহেবগঞ্জ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।