#কলকাতা: জেসপে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের তত্ত্ব জোরালো হচ্ছে। কারখানা চত্বরে নিয়মিত চুরির ঘটনা ঘটছে। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তভার নিয়েছে সিআইডি। আজ কারখানা এলাকায় যায় সিআইডির একটি দল। সঙ্গে ছিলেন বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ জেসপ কারখানার অফিস সহ আরও বেশকিছু জায়গায় আগুন লাগে। এক সপ্তাহে দু'বার আগুন লাগল জেসপে। তদন্তে নেমে জেসপকাণ্ডে ৯ জনকে গ্রেফতার করল সিআইডি ৷ ধৃতদের বিরুদ্ধে কারখানার যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে ৷ একাধিক তথ্য লোপাটেরও অভিযোগ উঠেছে ৷ এবার নজরে জেসপের আধিকারিকরা ৷ ধৃতদের মদতে অভিযুক্ত কয়েকজন জেসপকর্তা, জেরায় তথ্য জানার চেষ্টায় সিআইডি ৷ জেসপ অধিগ্রহণের আগেই ছিল অন্তর্ঘাতের আশঙ্কা। সেই আশঙ্কাকে সত্যি করে একই মাসে তিন-তিনবার আগুন লাগাল জেসপের কারখানায়। বিদ্যুৎ এমনকী কোনও দাহ্য পদার্থ না থাকা সত্ত্বেও কীভাবে আগুন লাগছে ? মঙ্গলবার জেসপে আগুন লাগায় তদন্তভার নিয়েছে সিআইডি। অন্তর্ঘাতের আশঙ্কা মেনে নিচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটও। বেশ কয়েক বছর ধরে বন্ধ জেসপের কারখানা। কেটে দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন। কারখানার ভিতর নেই কোনও রাসায়নিক পদার্থ। এই পরিস্থিতিতে কীভাবে কারখানায় আগুন লাগতে পারে? - বিদ্যুৎ না থাকায় শট সার্কিটের সম্ভাবনা নেই - কারখানায় কোনও রাসায়নিক বা দাহ্য পদার্থেরও খোঁজ মেলেনি - কর্মীদের আবাসন সন্নিহিত এলাকাতেও বিদ্যুও নেই - শেড ভেঙে পড়ায় কেউ বাইরে থেকে ঢুকে আগুন লাগানো সম্ভব মঙ্গলবারই জেসপে আগুন লাগার ঘটনায় তদন্ত ভার নিয়েছে সিআইডি। মঙ্গলবার কারখানা চত্ত্বর ঘুরে দেখেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। এদিন থেকেই কারখানা চত্ত্বরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ। আগুন লাগা নিয়ে রহস্য বাড়ছে। কারখানা থেকে লোপাট হয়ে যাচ্ছে দামি সব যন্ত্রপাতিও। গত ৩ মাসে উধাও হয়ে গিয়েছে লেন্ডিং ও ছাঁট মেশিন। চোরেরা টুকরো করে কেটে নিয়ে গিয়েছে টেন্ট ও লেদ মেশিন, পেস্টিং মেশিন। চুরির কথা জেনেও হেলদোল দেখাচ্ছে না কারখানায় মালিক রুইয়া গোষ্ঠী। জেসপ অধিগ্রহণের পর গত ৭ বছরে কখনও উৎপাদন চালুর ব্যাপারে আগ্রহ দেখায়নি রুইয়া গোষ্ঠী। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, বন্ধ কারখানার জমিতে আবাসন গড়ার আলোচনা শুরু করেছে রুইয়ারা। তারপরই যেন আগুন লাগার ঘটনা বেড়ে গিয়েছে। ঘনঘন আগুনের পিছনে আসলে রহস্যটা কি? সিআইডি তদন্তেই তা স্পষ্ট হওয়ার সম্ভাবনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, CID Arrest 9 In Jessop Fire Incident, CID Investigation In Jessop Fire, ETV News Bang;a, Jessop Fire