corona virus btn
corona virus btn
Loading

নিয়মের গেরোয় বাড়ছে অপেক্ষা, আসছে বছর মা আসছেন মহালয়ার ৩৫ দিন পর

নিয়মের গেরোয় বাড়ছে অপেক্ষা, আসছে বছর মা আসছেন মহালয়ার ৩৫ দিন পর

সেপ্টেম্বর মাসে দুটো অমাবস্যা পড়েছে। যে মাসে দুটো অমাবস্যা থাকে শাস্ত্রমতে তাকে মল মাস বলা হয়। আর এই মল মাসে পুজো হয় না।

  • Share this:

#কলকাতা: নিয়মের গেরোয় বাড়ছে অপেক্ষা। আসছে বছর মা আসছেন আশ্বিনে নয়, কার্তিকে। মহালয়ার ৩৫ দিন পর। দেবীপক্ষের সূচনা থেকেই শুরু হয়ে যায় অপেক্ষার প্রহর। এ যেন অলিখিত নিয়ম। সেই নিয়মেই এবার বদল হতে চলেছে। মহালয়ার ভোর বয়ে আনে আগমনীর বার্তা। শিউলি আর কাশের বন জানান দেয় মা আসছেন... মন মাতে পুজোর আমেজে...আগামী বছর সেই অভ্যাসে ছেদ পড়তে চলেছে। ২০২০ সালে ১৭ সেপ্টেম্বর মহালয়া

আর ষষ্ঠী বাইশে অক্টোবর মানে মহালয়ার পর অপেক্ষা করতে হবে আরও ৩৫ দিন। কিন্তু কেন এমন হবে? সেপ্টেম্বর মাসে দুটো অমাবস্যা পড়েছে। যে মাসে দুটো অমাবস্যা থাকে শাস্ত্রমতে তাকে মল মাস বলা হয়। আর এই মল মাসে পুজো হয় না। তাই আসছে বছর মা আসছেন কার্তিকে। তবে এবারই প্রথম নয়। এর আগে ১৯৮২ ও ২০০১ সালেও নিয়মের গেরোয় পড়ে মা এসেছিলেন দেরিতে।

First published: October 8, 2019, 11:57 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर