#কলকাতা: নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির আজব ফরমান থেকে মুক্তি মিলেছে৷ পার্ক ব্যবহারের সময়সীমা ও টোকেন মানির ফরমান প্রত্যাহার হয়েছে। যার জেরে খুশি নিউটাউন বাসী৷
কিছুদিন আগেই, নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি ফরমান জারি করেছিল, দিনের নির্দিষ্ট সাড়ে পাঁচ ঘণ্টা বাকি রেখে পার্কে প্রবেশ করতে হলে দিতে হবে ৫০০ টাকা এন্ট্রি ফি৷ এই ফরমান ঘিরেই বিতর্ক দানা বেঁধেছিল। নিউটাউন, শহর কলকাতার নয়া মানচিত্রে উল্লেখযোগ্য একটা স্থান। নগর বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে শহর কলকাতার পরিচায়ক হয়ে দাঁড়াবে নিউটাউন। ইতিমধ্যেই বহু মানুষ নিউটাউনে বসবাস করেন। একাধিক আবাসন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে৷ সেই আবাসনগুলিতে ভিন্ন বয়সী মানুষ থাকেন।
আরও পড়ুন -Neeraj Chopra: ছুঁড়েই বুঝেছিলেন কেল্লাফতে, সঙ্গে সঙ্গেই সিংহের চিৎকার, দেখুন নীরজ চোপড়ার ভাইরাল ভিডিওনিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি সূত্রে খবর, তাদের এলাকায় রয়েছে ১০ টি পার্ক। সেই পার্কের সামনেই বসেছে নোটিশ বোর্ড। নীল রঙের নোটিশ বোর্ডে উল্লেখ হয়েছে, এই পার্কের রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির। পার্ক ব্যবহার করা যাবে সকাল ৫ টা থেকে রাত ৮ টা অবধি। পার্কের বুকিং থেকে নিরাপত্তার মতো বিষয় সবটাই পালন করবে নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি কর্তৃপক্ষ৷
সকাল ৫ টা থেকে সকাল সাড়ে আটটা এবং সন্ধ্যা ছ টা থেকে রাত আটটা অবধি পার্কে জগিং, হাঁটাহাটি, ব্যায়াম করা যাবে। সকাল সাড়ে আটটার পরে যদি কেউ এই পার্কে প্রবেশ করতে চান, তাহলে তাঁকে পার্কে এন্ট্রি ফি বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। এই ৫০০ টাকার সময় মূল্য আবার মাত্র তিন ঘন্টা৷ এই এন্ট্রি ফি'র সিদ্ধান্ত ঘিরেই তরজা অব্যাহত।
আরও পড়ুন - Astro Tips: শনি ও শুক্রের যোগ! ৩ রাশির জাতক-জাতিকারা জীবনে পদে পদে বিপদের সম্ভবনানিউটাউনের বাসিন্দাদের বক্তব্য তাঁরা সেখানকার স্থায়ী বাসিন্দা। তাহলে কেন তাদের পার্কে প্রবেশের জন্য ৫০০ টাকা প্রবেশ মূল্য দিতে হবে৷ বাণিজ্যিক ভাবে পার্কের এই ব্যবহারকে প্রতিবাদ জানাচ্ছেন বাসিন্দাদের অনেকেই। পার্ক ব্যবহারের নিয়মাবলীতে উল্লেখ আছে, ব্যবহারকারী কোনও ভাবেই পার্কের কোনও সম্পত্তির ক্ষতি করতে পারবেন না। পার্কের মধ্যে খাবার,পানীয়, নেশাজাত দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না৷ বিজ্ঞাপন, ব্যানার বিনা অনুমতিতে দেওয়া যাবে না৷ নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির অনুমতি ছাড়া এই স্থান বাণিজ্যিক কারণে ব্যবহার করা যাবে না।
নিউটাউন সিটেজেন্স ওয়েলফেয়ার ফ্যাটারনিটির পক্ষ থেকে সম্পাদক সমীর গুপ্ত জানিয়েছেন যে, ‘‘সকল আবাসিক নাগরিকদের কোনও প্রকার শর্ত ছাড়াই অবাধে খেলার মাঠ ব্যবহার করতে দিতে হবে। এক্ষেত্রে কোনও আগাম অনুমোদন নেওয়ার ব্যবস্থা তাদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। খেলার মাঠ ব্যবহারের সময় নির্ঘন্ট এবং অন্যান্য বিষয় সংশ্লিষ্ট ব্লক কমিটি এবং নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি যৌথ ভাবে দেখভাল করবেন। গুগল ফর্মে আবাসিকদের নির্দিষ্ট সময়ে মাঠে ঢোকার উল্লেখ করার বিষয়ে আমাদের আপত্তি আছে৷ খেলার মাঠ ব্যবহারে স্থানীয় নাগরিকদের অধিকার প্রথমে৷ তাঁরাই সর্বদা অগ্রাধিকার পাবেন৷ কোনও ভাবেই নাগরিক স্বার্থের বিরুদ্ধে গিয়ে মাঠে ব্যবসা বাণিজ্য করা চলবে না। নিউটাউনের অবশিষ্ট ব্লকে খেলার মাঠ অবিলম্বে করতে হবে।’’
সমীর বাবু জানিয়েছেন, আপাতত নিউটাউনবাসীদের পার্ক ব্যবহারের সময়সীমা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কোনও এন্ট্রি ফিও তাদের আর দিতে হচ্ছে না। তবে আবাসিকদের তরফে ফের একটা চিঠি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট অথরিটিকে। সেখানে উল্লেখ হয়েছে পার্ক বাণিজ্যিকিকরণ যেন না করা হয়৷
ABIR GHOSHALনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Newtown