• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • পোষা কুকুরকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল নতুন বউ, ভিডিও দেখলে চোখে জল আসবে আপনারও

পোষা কুকুরকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল নতুন বউ, ভিডিও দেখলে চোখে জল আসবে আপনারও

 নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যাওয়ার পালা। আর সেই যাওয়ার পথেই ফেলে রেখে যেতে হবে এতদিনের পুরনো সঙ্গী পোষা কুকুরটিকেও

নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যাওয়ার পালা। আর সেই যাওয়ার পথেই ফেলে রেখে যেতে হবে এতদিনের পুরনো সঙ্গী পোষা কুকুরটিকেও

নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যাওয়ার পালা। আর সেই যাওয়ার পথেই ফেলে রেখে যেতে হবে এতদিনের পুরনো সঙ্গী পোষা কুকুরটিকেও

 • Share this:

  #‌কলকাতা: এমনও হয়!‌ এর আগেও আমরা দেখেছি, কীভাবে নিজের প্রিয় পোষা প্রাণিটিকে চোখের আড়াল করতে প্রাণ উজাড় হয় মালিকের‌। এ যেন সে ছবিরই জেরক্স কপি। বিয়ে হয়েছে। এবার নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যাওয়ার পালা। আর সেই যাওয়ার পথেই ফেলে রেখে যেতে হবে এতদিনের পুরনো সঙ্গী পোষা কুকুরটিকেও। তাই চোখে জল এসেছে নববধূর‌। হাউ হাউ করে কেঁদে ফেলেছেন তিনি। আত্মীয় পরিজনকে ছেড়ে যাওযার শোক তো আছেই, তার সঙ্গে ভিড় করে এসেছে এই পোষ্যকে ছেড়ে যাওয়ার তীব্র বেদনাও।

  সোমবার রাতে এই ভিডিওটি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে সদ্য বিয়ে হয়েছে এক মহিলার‌। আর বিয়ের সাজেই সে জড়িয়ে ধরেছে বাড়ির পোষা কুকুরটিকে। কুকুরটিও যত্নে এতদিনের সঙ্গীকে উজাড় করে দিচ্ছে ভালবাসা। কিন্তু ওই মহিলা বুঝতে পারছেন, আর কিছুক্ষণ পরেই হয়ত চলে যেতে হবে তাঁকে। আর তাতেই চোখ ভেঙে জল আসছে তাঁর‌।

  নেটিজেনরাও অনেকেই বলছেন, এমন ভাবে আদুরে সঙ্গী হয়ে থাকা পোষ্যদের সত্যি ছেড়ে আসা বড় মুশকিলের‌। তাই এই ভিডিও দেখে সকলের চোখে জল আসতে বাধ্য। হতে পারে আপনার জীবনেও এভাবে একদিন আদরের পোষ্যটিকে ছেড়ে আসতে হয়েছিল।

  Published by:Uddalak Bhattacharya
  First published: