#কলকাতা: প্রতারণার চক্রটা ছোট নয়, বৃহৎ আকৃতির চক্রে বহুদিন ধরে অধরা মাষ্টারমাইন্ডরা। এরাজ্যে বহু প্রতারিত একইভাবে কেওয়াইসি আপডেট করার নামে টাকা খুইয়েছেন। নদীয়ার তথ্য প্রযুক্তি কর্মী অর্ক সেনগুপ্তর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে বেশ কিছু টাকা।
গত ২ অক্টোবর অর্কের অ্যাকাউন্ট থেকে উধাও হয় মাত্র ৫০০ টাকা। হঠাৎ করে টাকা উধাও হয়ে যাওয়ায় বেশ চিন্তাতেই পড়েন এই তথ্য প্রযুক্তি কর্মী। বেশ কিছু দিন আগের ফোনে পেটিএমের কেওয়াইসি আপডেট করার নামে ফোন এলে সেটিতে ভয় পেয়ে যান অর্ক। সেখানে আসা একটি লিঙ্কে চাওয়া হয় বিভিন্ন তথ্য। সেই সব তথ্য অনুযায়ী সব লেখায় তখন পা দিয়েছেন প্রতারকদের ফাঁদে।
বেশ কিছু দিন আগের ফোন নম্বর খুঁজে ফোন করে কোন লাভ হয়নি অর্কের। তড়িঘড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা হলেও সেই ফোন নম্বরে ফোন করে মেলেনি কোন সমাধান। অন্য নম্বর দিয়ে ফোন গেলেও মেলেনি কোন সূত্র। পরে সব মিলিয়ে সাড়ে তিন হাজার টাকা উধাও হয় অর্কর অ্যাকাউন্ট থেকে। পরে পুরো বিষয়টি জানানো হয় কৃষ্ণনগর থানায় |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।