হোম /খবর /কলকাতা /
এবার কলকাতায় পাতাল পথে ছুটবে গাড়ি! বিশ্ব বাংলা গেটের নীচেই বিরাট আকর্ষণ

Underground tunnel in New Town: এবার কলকাতায় পাতাল পথে ছুটবে গাড়ি! বিশ্ব বাংলা গেটের নীচেই বিরাট আকর্ষণ

বিশ্ববাংলা গেটের নীচেই তৈরি হচ্ছে সুড়ঙ্গ পথ৷

বিশ্ববাংলা গেটের নীচেই তৈরি হচ্ছে সুড়ঙ্গ পথ৷

মাটির নীচ দিয়ে গাড়ি চলাচলের জন্য সুড়ঙ্গ পথ তৈরি হলে দেশের মধ্যে আরও এক নজির তৈরি হবে কলকাতায়৷

  • Last Updated :
  • Share this:

#অনুপ চক্রবর্তী, নিউ টাউন: মাটির নীচ দিয়ে দেশের মধ্যে প্রথম মেট্রো ছুটেছিল কলকাতায়৷ ফলে ভুগর্ভস্থ পাতাল পথের সঙ্গে কয়েক দশক ধরেই পরিচিত শহরবাসী৷ দেশের মধ্যে প্রথম বার গঙ্গার নীচ দিয়েও মেট্রো ছোটার অপেক্ষা৷

এরই সঙ্গে এবার কলকাতায় পাতাল পথে ছুটবে গাড়ি৷ সেই লক্ষ্যেই নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের নীচে আজ থেকে শুরু হল কাজ৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী এক বছরের মধ্যেই গাড়ি চলাচলের জন্য ৩২০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে৷

আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনেই লক্ষ্মী লাভ মেট্রোর

গাড়ি চলাচলের জন্য দেশের অনেক জায়গাতেই সুড়ঙ্গ পথ তৈরি হয়েছে৷ কিন্তু মাটির নীচ দিয়ে গাড়ি চলাচলের জন্য সুড়ঙ্গ পথ তৈরি হলে দেশের মধ্যে আরও এক নজির তৈরি হবে কলকাতায়৷

আরও পড়ুন: অত্যাধুনিক, ঝাঁ-চকচকে শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরি! বৃহস্পতিবার থেকে যাত্রা করবেন সাধারণ মানুষ

বিশ্ব বাংলা গেট এমনিতেই কলকাতার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে৷ বিশ্ব বাংলা গেটের ঠিক নীচ দিয়ে এই সুড়ঙ্গ পথ তৈরি হচ্ছে৷ প্রকল্পের দায়িত্বে থাকছে হিডকো৷ সংস্থার চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, এই সুড়ঙ্গ পথ তৈরি হতে খরচ হবে ৬৮ কোটি টাকা৷ ৩২০ মিটার দীর্ঘ টানেলের ভিতর দিয়ে ছোট গাড়ি এবং মোটরসাইকেল, স্কুটার যাতায়াত করতে পারবে৷ পাশাপাশি সুড়ঙ্গের ভিতরে মানুষের যাতায়াতের জন্য ৭ ফুট চওড়া ফুটপাথ থাকবে৷ মাটির ৪.২ মিটার গভীরে এই সুড়ঙ্গ পথ তৈরি হবে৷

নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে নিউ থানার থানার দিকে যাওয়ার রাস্তার নীচ বরাবর এই সুড়ঙ্গ পথ তৈরি হবে৷ নিউ টাউনের রাস্তায় প্রতিিদনই গাড়ির চাপ বাড়ছে৷ এই সুড়ঙ্গ পথ তৈরি হয়ে গেেল বিশ্ব বাংলা গেটের মোড়ে ট্রাফিক সিগন্যালে গাড়ির অপেক্ষা করার সময়ও অনেকটা কমে যাবে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: New Town