• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • উচ্চমাধ্যমিকে নয়া নিয়ম, এবার থেকে নিজেদের উত্তরপত্র দেখতে পারবে পড়ুয়ারা

উচ্চমাধ্যমিকে নয়া নিয়ম, এবার থেকে নিজেদের উত্তরপত্র দেখতে পারবে পড়ুয়ারা

 • Share this:

  #কলকাতা: উচ্চমাধ্যমিকে নয়া নিয়ম ৷ পড়ুয়াদের জন্য এবার থেকে থাকবে সেল্ফ ইন্সপেকশন পদ্ধতি ৷ নয়া পদ্ধতি চালু করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ এবার থেকে নিজেদের উত্তরপত্র দেখতে পারবে পড়ুয়ারা ৷

  জানানো হয়েছে, শিক্ষকদের মূল্যায়নের পর উত্তরপত্র দেখবে পড়ুয়ারা ৷ সমস্ত বিষয়ের উত্তরপত্র দেখতে পারবে পড়ুয়ারা ৷ সংসদ অফিসে নিখরচায় এই পরিষেবা মিলবে ৷

  ৫ জুলাই থেকে এই পদ্ধতি চালু হবে ৷ আগে আরটিআই করে উত্তরপত্র দেখা যেত ৷ এবার থেকে আরটিআই করতে হবে না ৷ ‘আরটিআই-এর বিকল্প এই পদ্ধতি’, দাবি সংসদ সভাপতি মহুয়া দাসের ৷

  First published: