Home /News /kolkata /
Babul Supriyo: বাবুলের জন্যে নয়া স্লোগান, রাজ্যের বিভিন্ন প্রকল্প মনে করিয়েই শুরু প্রচার

Babul Supriyo: বাবুলের জন্যে নয়া স্লোগান, রাজ্যের বিভিন্ন প্রকল্প মনে করিয়েই শুরু প্রচার

বাবুলের জন্যে নয়া স্লোগান, রাজ্যের বিভিন্ন প্রকল্প মনে করিয়েই শুরু প্রচার

বাবুলের জন্যে নয়া স্লোগান, রাজ্যের বিভিন্ন প্রকল্প মনে করিয়েই শুরু প্রচার

New Slogan For Babul Supriyo: প্রচারে ঘরে ঘরে যেতে চান তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। 

  • Share this:

আবীর ঘোষাল, কলকাতা: ‘বালিগঞ্জে সবার প্রিয়, প্রগতি হাতে বাবুল সুপ্রিয়... (Babul Supriyo)।’ এই স্লোগানে ভর করেই বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস লড়াই করতে চলেছে। ইতিমধ্যেই বালিগঞ্জ বিধানসভার অলিতে-গলিতে চলছে দেওয়াল লিখন, পোস্টার দেওয়ার কাজ। মাঠে নেমে খেলা শুরু করে দিয়েছেন বাবুল সুপ্রিয় (New Slogan For Babul Supriyo)।

সবুজ পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দেবাশিষ কুমারের সাথে ছবিতে দেখা গেল বাবুল সুপ্রিয়কে ৷ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল শিবির। ২০২১-এর বিধানসভা ভোটের ফল বলছে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় এগিয়ে ছিলেন এই কেন্দ্রে প্রায় ৭৫ হাজার ভোটে। পুর নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সব ওয়ার্ডেই জয় লাভ করেছে তৃণমূল। সুব্রত মুখোপাধ্যায়ের তৈরি করা উর্বর জমিতেই জোড়া ফুল ফোটাতে নামছেন বাবুল সুপ্রিয় (New Slogan For Babul Supriyo)।

আরও পড়ুন-গরম বাড়লে উপদ্রব তুঙ্গে উঠবে মাছির, জেনে নিন রেহাই মিলবে কী ভাবে ?

বালিগঞ্জ বিধানসভা আসনের ফল ছিল, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ১ লাখ ৬ হাজার ৫৮৫ ভোট। যা প্রায় ভোটের হারের হিসেবে ৭১%। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৩১২২৬ ভোট। যা ভোটের হারের ২১%। তৃতীয় স্থানে ছিলেন সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। প্রাপ্ত ভোট ছিল ৮৪৭৪ যা শতাংশের বিচারে ৬%। বাবুল সুপ্রিয় অবশ্য প্রচারে নেমে পড়েছেন নিজের স্বভাবসিদ্ধ ঢঙেই। উৎসাহিত তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের অনেকেই ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছেন বাবুলের প্রচারে। তবে বালিগঞ্জ বিধানসভার আনাচে-কানাচে এখনও দেওয়ালে উজ্জ্বল হয়ে আছে সুব্রত মুখোপাধ্যায়ের নাম।

আরও পড়ুন-হোলিতে আপনিই হয়ে উঠুন মধ্যমণি, সাজুন একেবারে অন্যরকম

দলীয় কর্মীদের কাছে ইতিমধ্যেই নির্দেশ গিয়েছে দেওয়াল লিখন থেকে শুরু করে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার দুইয়ের কাজই শুরু করে দেওয়ার কথা বলা হয়েছে। তবে কলকাতার আনাচে কানাচে এক বছরের ব্যবধানে বাবুল সুপ্রিয়ের ভোটে লড়া নিয়ে আগ্রহ দানা বেঁধেছে। গত বছর ১৪ মার্চ টালিগঞ্জে বিজেপির হয়ে নেমেছিলেন বাবুল। চলতি বছরে বালিগঞ্জে বাবুল তৃণমূলের হয়ে প্রচার শুরু করলেন। ইতিমধ্যেই বালিগঞ্জ বিধানসভা এলাকার মধ্যে থাকা কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে মিটিং সেরেছেন বাবুল। বিধায়ক দেবাশিষ কুমার, সাংসদ মালা রায়, মণীশ গুপ্ত-সহ অনেকেই হাজির ছিলেন বৈঠকে। প্রচারে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে প্রচার করতে বলা হয়েছে। একই সাথে তৃণমূলের প্রার্থী বাবুলকেই চেনাতে পথে নামতে বলা হয়েছে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Babul supriyo, TMC

পরবর্তী খবর