#কলকাতা: আচমকা সোশ্যাল মিডিয়ায় প্যাক আপের ডাক মদন মিত্রের ৷ মিডিয়ার শিরোনাম থেকে এখন কয়েক যোজন দূরে থাকলেও বরাবরই এই নেতার রঙিন চরিত্র আলাগা আকর্ষণ তৈরি করে ৷ এবার এই রাজনৈতিক নেতার সোশ্যাল মিডিয়ায় লেখা তিনটি শব্দ শোরগোল ফেলে দিল ৷ 'citizen madan mitra'-নামে ফেসবুকে রয়েছে মদন বাবুর পেজ। সেখানে মদনবাবু মাত্র তিনটি শব্দ লিখে পোস্ট করেন -- 'প্যাক-আপের সময়'! তাতেই রাজনীতির উষ্ণ কড়াইতে নতুন করে জলের ছিটে ৷
বর্তমানে রাজনীতির ময়দানে চলছে চরম সাসপেন্স ৷ ময়দানে খেলোয়াড়দের ক্লাব বদল নিয়ে কলকাতার ক্লাবগুলির যেমন বাড়তি উত্তেজনা থাকে এখন শিয়রে বিধানসভা ভোট নিয়ে রাজনীতির ময়দানেও চলছে দলবদলের খেলা তার মধ্যেই প্যাক আপের ডাক তৃণমূলের প্রাক্তন এই মন্ত্রীর ৷
কিসের প্যাক-আপ? কেন প্যাক-আপ?ব্যাখ্যা দিলেন মদন মিত্র। নিজেই ফেসবুকে জানালেন।,"আমি ১ পেলে ১৬ আনা ফেরত দেওয়ার চেষ্টা করেছি। আমি জাহাজে আসিনি, চপারে উঠিনি। আমি পায়ে হেঁটে এসেছি।অনেকেই এখন জনপ্রিয়তার কথা বলেন। আরে আমিও ২০১৪ সালে মন্ত্রীত্ব ছেড়েছি। কিন্তু এত বছর পরেও এসে আমার পাশে দেখে যান।মন্ত্রীত্ব ছেড়ে ৬ বছর থাকুন। তারপরে আসুন। বুঝে নেব কার কত জনপ্রিয়তা।ইয়েস প্যাক-আপের সময় হয়েছে। তবে এটা দেশের জন্যে, মানুষের জন্যে, লড়াইয়ের জন্যে প্যাক-আপ।এই প্যাক আপ মানে যেখানে যা ছিল সব গুছিয়ে নাও। কমান্ডারের দিকে তাকিয়ে থাকো।আমি বিদ্রোহী, আমি চেঙ্গিস, আমি আপনাকে ছাড়া কাউকে করিনা কুর্নিশ।তবে হ্যাঁ আমি মা'কেও অপমান করি না, মাটিকেও অপমান করি না একই সাথে জানি মানুষ সাথে না থাকলে মা আর মাটি দিয়ে চলবে না। মানুষকেও সাথে নিতে হবে।’
শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ত্যাগ থেকে মিহির গোস্বামীর তৃণমূল ত্যাগ চায়ের কাপে তুফান তুলতে যথেষ্ট ৷ তার মধ্যেই এক ফেসবুক পোস্টেই নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র ৷ শুধু তাই নয়, পোস্টের বক্তব্যের থেকেও বিপজ্জনকভাবে কয়েক ধাপ এগিয়ে পোস্টের নীচের কমেন্ট ৷ কোনটায় লেখা-- 'আপনিও চললেন?' কেউ আবার শুভেন্দু অধিকারীকে আটকানোর অনুরোধ করেছে ৷ কেউ আবার লিখেছে দাদা আপনিও চললেন ৷ যদিও এই কমেন্টগুলির পরিপ্রেক্ষিতে কোনও মন্তব্য করেননি মদন মিত্র ৷
Abir Ghosal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madan Mitra