#কলকাতা: আজ, শনিবার পঞ্চায়েত ভোটের নতুন বিজ্ঞপ্তি জারি হচ্ছে। মনোনয়ন পেশের সময়সীমা ১ দিন বাড়ল। সোমবার পেশ হবে মনোনয়ন। কিন্তু কবে ভোট হবে, কত দফায় ভোট হবে, এখনও জানায়নি নির্বাচন কমিশন।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল-বাড়াতে হবে মনোনয়নের সময়সীমা। নতুন করে জারি হোক ভোটের দিনক্ষণ। সব পক্ষের মত চায় রাজ্য নির্বাচন কমিশন। আজ, শনিবার দুপুরে মামলাকারী দলগুলির সঙ্গে কমিশন-কর্তাদের বৈঠক হয়। এরপর নবান্ন, পুলিশ-কর্তাদের সঙ্গে আলোচনা করে কমিশন। এরপরই মনোনয়ন জমা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷
আরও পড়ুন-পঞ্চায়েত ভোট কবে ? কমিশনের বৈঠকের পর আজ বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Date of Panchayat election still undecided, Nominaion will be placed on Monday, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018