#কলকাতা: নারদকাণ্ডের তদন্ত এবার দেশের সীমানা পেরিয়ে পৌঁছল বিদেশ ৷ নারদকাণ্ডে ক্যালিফোর্নিয়াতে apple এর সদর দফতরে চিঠি দিল বিদেশ মন্ত্রক ৷
সিবিআইয়ের তরফে কিছুদিন আগে আই ফোন এর মেকানিজম ও delete হওয়া ডেটা উদ্ধারের জন্য অ্যাপেলের কর্তৃপক্ষের টেকনিকাল টিমের সহযোগিতা প্রয়োজন বলে বিদেশমন্ত্রকে চিঠি দেওয়া হয় ৷ সেই চিঠি বিদেশমন্ত্রকের তরফে apple এর অফিসে পাঠানো হল শুক্রবার ৷ নারদ কাণ্ডে ম্যাথিউ স্যামুয়েল আই ফোন ফোর এস এ স্টিং ক্যাপচার করেছিলেন, কিন্তু সেই ফোন দেওয়ার আগে কিছু ডেটা তিনি মুছে দেন, যা আই ওহ এর ক্লাউড ফাইল এ চলে যায়. সেই তথ্য উদ্ধারের জন্যই সিবিআইয়ের তরফে apple কর্তৃপক্ষের সাহায্য চাওয়া হল ৷
২০১৬ সালের বিধানসভা ভোটের আগে প্রকাশ্যে আসে নারদ স্টিং ফুটেজ। এতে ১২ তৃণমূল নেতা এবং এক আইপিএস-এর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। বিজেপির সদর দফতরে দেখানো ফুটেজ নিয়ে শুরু হয় বিতর্ক। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
Sukanta Mukherjee