#কলকাতা: দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের পর কলকাতা। এবার যাত্রীদের সুবিধায় লাগেজ পরীক্ষার জন্য কলকাতা বিমানবন্দরে চালু হচ্ছে আইএলবিএস বা ইন লাইন ব্যাগেজ স্ক্রিনিং সিস্টেম। ইতিমধ্যেই আন্তর্জাতিক টামির্নালে শুরু হয়েছে ট্রায়াল রান।
কলকাতা বিমানবন্দরে কমল যাত্রীদের লাইন দেওয়ার ঝঞ্ঝাট। লাগেজ পরীক্ষার জন্য এবার থেকে এক জায়গাতেই লাইন দিতে হবে যাত্রীদের। আন্তর্জাতিক টামির্নালে চালু হল আইএলবিএস বা ইন লাইন ব্যাগেজ স্ক্রিনিং সিস্টেম।
এতদিন যাত্রীদের লাগেজ পরীক্ষা হত ২ জায়গায়৷ এক্স-রের পর লাইন দিতে হত কাউন্টারেও৷ এবার থেকে শুধু কাউন্টারেই লাইন দেবেন যাত্রীরা৷ কনভেয়ার বেল্টে লাগেজ দিলে তা পরীক্ষার পর চলে যাবে বিমানে৷
বিমানবন্দরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন বিমান পরিবহন সংস্থাও। পরিকাঠামো উন্নত হলে বাড়বে বিমানবন্দরের মান। এতে যাত্রীদের পরিষেবা দিতে সুবিধা হবে বলেই মত বিমানবন্দর কর্তৃপক্ষের।
Shalini Dutta
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।