#কলকাতা: জিডি বিড়লাকাণ্ডের তদন্তে নয়া মোড়। আইনের সুযোগ নিয়েই এবার গোপন জবানবন্দি দেওয়া থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতা শিশুর আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আজ আলিপুর আদালতে জবানবন্দি দিতে অস্বীকার করেন ওই আইনজীবী। ফলে, তদন্তের গতি অনেকটা শ্লথ হয়ে যাবেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জিডি বিড়লার ঘটনায়, গত সোমবারই নির্যাতিতা শিশুর জবানবন্দি নেওয়া হয়। বুধবার, ১৬৪ নম্বর ধারায় গোপন জবানবন্দি দেওয়ার কথা ছিল তাঁর আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। কিন্তু, এদিন হঠাৎই জবানবন্দি দেওয়া থেকে সরে দাঁড়ালেন তিনি।
কেন নির্যাতিতা শিশুর আইনজীবীর গোপন জবানবন্দির প্রয়োজন হয়ে পড়েছিল?
- কীভাবে অভিযুক্ত ২ শিক্ষককে দেখে নিখুঁত ভাবে শনাক্ত করল ৪ বছরের শিশু? - এক্ষেত্রে কি কোনও প্রভাব খাটানো হয়েছিল? - এক্ষেত্রে অন্যান্য প্রমাণ হিসেবে সিসিটিভির ফুটেজ মেলেনি - কোনও প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি - আইনজীবীর ভূমিকা খতিয়ে দেখতেই গোপন জবানবন্দি চেয়েছিল পুলিশ
আইনজীবীদের মতে, আইনকে হাতিয়ার করেই গোপন জবানবন্দি দেওয়া থেকে বিরত থেকেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
আইনজীবীর গোপন জবানবন্দি না মেলায় তদন্তের গতি অনেকটা শ্লথ হয়ে যাবে। তার জোরাল প্রভাব পড়তে পারে গুরুত্বপূর্ণ এই মামলাটির উপর। সেক্ষেত্রে গোটা বিষয়টি ফের আদালতের সামনে তুলে ধরতে হবে তদন্তকারীদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।