#কলকাতা: সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2022) দিন দিল্লির কুকাওয়াজে অংশগ্রহণ করতে না পারা নেতাজির ট্যাবলো থাকছে রাজ্যের রেড রোডের (Red Road) কুচকাওয়াজে। রাজ্য সরকার সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এ ছাড়া পুলিশের একটি ট্যাবলোও থাকবে এ বারের কুচকাওয়াজে। রাজ্য সরকার সূ্ত্রে জানানো হয়েছে, রেড রোডে একটি ৩০-৩৫ মিনিটের অনুষ্ঠান হবে, করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান ছোট করা হয়েছে। সেই অনুষ্ঠানেই ট্যাবলোকে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সূত্রের খবর, , সুভাষচন্দ্রের জীবন এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকাই হবে রেড রোডে ২৬ জানুয়ারির ট্যাবলোর অন্যতম মূল বিষয়বস্তু।
সাধারণতন্ত্র দিবসে ট্যাবলো বাতিলার বিষয়টি নিয়ে বিতর্ক এখন শুরু হয়নি। প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে কার্যত একটি বিরোধের পরিস্থিতি তৈরি হয়। ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত আরও একবার বিবেচনা করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি চিঠিতে লেখেন, এ ভাবে বাংলার ট্যাবলো বাতিল হয়ে য়াওয়ার কারণে বাংলার মানুষ দুঃখ পেয়েছেন।
আরও পড়ুন - সাধারণতন্ত্র দিবসে ট্যাবলো নির্বাচন নিয়ে ট্যুইট নির্মলার, আক্রমণ বিরোধীদের
পাল্টা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনও উত্তর না এলেও, মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দেন, ইচ্ছা করে কোনও ট্যাবলো বাতিল করা হয়নি। ট্যাবলো নির্ধারণ করার কয়েকটি নিয়ম আছে। সেই নিয়ম মেনেই সবটা ঠিক করা হয়েছে। ট্যাবলো নির্বাচন করে বিশেষজ্ঞ কমিটি। এ বারেও প্রস্তাবিত মোট ৫৬টি ট্যাবলোর মধ্যে থেকে ২১টি ট্যাবলো নির্বাচন করেছে কমিটি। তার মধ্যে বাংলা নেই। এর মধ্যে রাজনীতির রং দিতেও নিষেধ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আরও পড়ুন - নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলকে রেখে চলে গেলেন স্রষ্টা, প্রয়াত নারায়ণ দেবনাথ!
কেন্দ্রের তরফ থেকে ঘোষিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিরোধিতায় সুর চড়ায় তামিলনাড়ু, কেরলও। সোমবার বিকেলে ট্যুইট করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনিও ট্যাবলো বাদ পড়ার বিষয়ে তীব্র প্রতিবাদ করেন। সব মিলিয়ে পরিস্থিতি যখন আরও ঘোরাল হয়ে ওঠে, তখনও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের কুচকাওয়াজে থাকবে নেতাজির ট্যাবলো।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Republic Day