#কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারত রত্ন সম্মান দেওয়া হোক, চাইছেন না তাঁর মেয়েই৷ টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন নেতাজি কন্যা অনিতা বসু ফ্যাফ৷ নিজেদের মতামত যে ভারত সরকারকেও তাঁরা জানিয়ে দিয়েছেন, তাও স্পষ্ট করেছেন অনিতা৷
কিন্তু কেন নেতাজিকে ভারত রত্ন দেওয়ায় আপত্তি অনিতার? নেতাজি কন্যার মতে, নেতাজিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছে ভারত সরকার৷ তিনি বলেন, 'এত দেরিতে নেতাজিকে ভারত রত্ন দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি রয়েছে৷ সম্মান, মর্যাদার দিকে নেতাজির থেকে পিছিয়ে থাকা অনেককে এই সম্মান দিয়ে দেওয়া হয়েছে৷ ভারত রত্ন প্রাপকদের তালিকায় প্রথম কয়েকজনের মধ্যে নেতাজির নাম থাকলে তা যথার্থ হত, কিন্তু এখন আর তা দেওয়ার মানে হয় না৷'
২০১৬ সালে নেতাজি সম্পর্কিত যে গোপন ফাইলগুলি জনসমক্ষে এসেছিল, সেগুলি থেকে জানা যায় যে নেতাজিকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাও৷ তবে নেতাজির ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকার বর্ষব্যাপী উদযাপনে যে কমিটি গঠন করেছে, তাকে স্বাগত জানিয়েছেন অনিতা৷
একই সঙ্গে কালকা মেলের নাম বদলে নেতাজি এক্সপ্রেস রাখার পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন নেতাজি কন্যা৷ নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ পশ্চিমবঙ্গ সরকার অবশ্য এই দিনটিকে বলছে দেশনায়ক দিবস৷ এই প্রসঙ্গে অনিতা বলেন, দুই সরকার এই বিষয় ঐক্যমতে পৌঁছলেই ভাল হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।