• Home
  • »
  • News
  • »
  • kolkata
  • »
  • ' অমর্ত্য সেনকে অনেকেই নারী ভাবেন', নিজেই জানালেন নোবেলজয়ী

' অমর্ত্য সেনকে অনেকেই নারী ভাবেন', নিজেই জানালেন নোবেলজয়ী

'আমার নাম 'ya' দিয়ে শেষ হয়। আমেরিকাতে অনেকেই 'a' দিয়ে নাম শেষ হলে তাঁকে নারী মনে করেন...'

'আমার নাম 'ya' দিয়ে শেষ হয়। আমেরিকাতে অনেকেই 'a' দিয়ে নাম শেষ হলে তাঁকে নারী মনে করেন...'

'আমার নাম 'ya' দিয়ে শেষ হয়। আমেরিকাতে অনেকেই 'a' দিয়ে নাম শেষ হলে তাঁকে নারী মনে করেন...'

  • Share this:

#কলকাতা: নবনীতা দেব সেন-এর ৮৩ তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্র সদনে নবনীতা দেব সেন স্মারক বক্তৃতা ছিল সোমবার। সেখানে 'বিরোধী যুক্তি' বিষয়ে প্রধান বক্তা ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেখানে তাঁর বক্তব্যের শেষে আগত দর্শকদের সঙ্গে কিছুক্ষণ প্রশ্নোত্তর পর্ব ছিল। সেই পর্বেই এক দর্শক জানান, নবনীতা দেব সেন নিজেকে নারীবাদী মনে না করলেও অমর্ত্য সেনকে নারীবাদী মনে করতেন বলে তাঁকে একবার জানিয়েছিলেন। তাঁরই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ''আমার নাম 'ya' দিয়ে শেষ হয়। আমেরিকাতে অনেকেই 'a' দিয়ে নাম শেষ হলে তাঁকে নারী মনে করেন। আমি এমন অনেক চিঠি পেতাম যেখানে লেখা হত ডিয়ার 'মিস' সেন। একজন লিখেছিলেন ''ডিয়ার মিস সেন দে উইল নেভার আন্ডারস্ট্যান্ড আস।' আমি অবশ্য এতে কোনও আপত্তি জানাইনি।''

নিজেকে 'নারীবাদী' বলে উল্লেখ করে তিনি বলেন, 'সমাজে নারীরা এখনও বঞ্চনার শিকার। কাজেই,  তাঁদের পক্ষ নেওয়ার একটা ঝোঁক থেকেই নারীবাদী হওয়া।' একই সঙ্গে তিনি জানান, 'সমাজে নারীদের প্রতি যে ন্যায়ের অভাব তা থেকে উপলব্ধি করা যায় পুরো সমাজটাকে।'

বক্তব্যে আরও একটি প্রশ্নে বর্তমান পরিস্থিতি  নিয়ে বিরোধী যুক্তি প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, 'যখন মানুষের মনে হয় সংবিধানের উপর আঘাত আসছে বা মানবাধিকারের উপর আঘাত আসছে তখন সেই দুশ্চিন্তা থেকেই মানুষ প্রতিবাদ করেন।'

নবনীতা দেব সেন স্মারক বক্তৃতার প্রথম বর্ষে অমর্ত্য সেন ছাড়াও উপস্থিত ছিলেন শঙ্খ ঘোষ, শ্রীজাত, পার্থ চট্টোপাধ্যায়, চিন্ময় গুহ, সংযুক্তা দাশগুপ্ত, দীপান্বিতা রায় প্রমূখ।

Published by:Rukmini Mazumder
First published: