#কলকাতা: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় আদিত্য সারোগি। নিট-এ গোটা ভারতের মধ্যে তার র্যাঙ্ক ৩৯। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লক্ষ ৷
সোমবার প্রকাশিত হল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা অর্থাৎ NEET-এর রেজাল্ট ৷ সিবিএসই-এর অফিসিয়াল ওয়েবসাইট cbseneet.nic.in এবং cbseresults.nic.in থেকে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷
লিলুয়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠের ছাত্র আদিত্য আইএসসি পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছিল। নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে আদিত্য। আপাতত এমবিবিএস-এ উত্তীর্ণ হওয়াই পরবর্তী লক্ষ্য এই মেধাবী ছাত্রের ।
আরও পড়ুন
উপনির্বাচনে ধাক্কা খেতেই এনডিএ-র অন্দরে কোন্দল প্রকট ! বিহারে ৪০ লোকসভা আসনে জেডিইউ চায় ২৫টা
এবছর প্রথম এক হাজার নিট উত্তীর্ণর মধ্যে পশ্চিমবঙ্গের আঠারো জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে রাজ্যে সম্ভাব্য প্রথম ঋত্বিক কুমার সাহু। সে ভিন রাজ্যের বাসিন্দা হলেও পশ্চিমবঙ্গ থেকেই পরীক্ষা দিয়েছিল।
প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এবছর নিট-এ প্রথম স্থান অধিকার করেছেন বিহারের কল্পনা কুমারী ৷ ৭১০ নম্বরের মধ্যে তাঁর স্কোর ৬৯১ ৷ ৬৯০ পেয়ে দ্বিতীয় হয়েছেন রোহন পুরোহিত ৷ তৃতীয় হয়েছেন হিমাংশু পুরোহিত ৷ তাঁর স্কোর ৬৯০ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aditya Sarogi, CBSE NEET Result 2018, CBSE Score, NEET 2018, NEET 2018 result declared, NEET Result Out, Result Out