কলকাতা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য সরকার এ বার দুয়ারে সরকারের শিবির বুথ স্তরে করতে চায়। বিশেষ করে গ্রামীণ এলাকায় শিবির তৈরির জন্য এই নীতি অবলম্বন করতে হবে। সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সময় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই নির্দেশ দেন। প্রত্যেক দিন জেলাশাসকদের দুয়ারে সরকার নিয়ে জেলাশাসকদের সাংবাদিক বৈঠক ও করতে বলা হয়েছে। যেখানে তুলে ধরতে হবে দুয়ারে সরকার শিবিরে ঠিক কত লোক অংশ নিল।কোন ধরনের সরকারি পরিষেবার প্রতি আমজনতার আগ্রহ বেশি।
রাজ্য সরকার এ দিন দুয়ারে সরকার শিবিরে পরিষেবার তালিকায় বিধবা ভাতাও অর্ন্তভুক্ত করল। বেশ কিছুদিন ধরে নতুন করে বিধবা ভাতার আবেদন নেওয়া হচ্ছিল না। এনিয়ে জনপ্রতিনিধিরা সরকারের নজরে এনেছিল। পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের আবেদন গ্রহণ করেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিল। এছাড়াও রাজ্য সরকার বিভিন্ন সরকারি দফতরের নোডাল অফিসারদের নিয়ে রাজ্য স্তরে টাস্ক ফোর্স গঠন করেছে। যাতে দুয়ারে সরকারে আসা আবেদন দ্রুত নিষ্পত্তি হয়। নবান্ন সূত্রে খবর, মোট ২২ সদস্যের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সে একাধিক দফতরের সচিবদের থাকার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকরাও আছেন।
আরও পড়ুন: এখনও গ্রেফতার নন, নিয়োগ দুর্নীতিতে ৬ প্রভাবশালী খুঁজে পেল ইডি! এবার? ব্যাপক চাঞ্চল্য
আরও পড়ুন - দেশের এই জনজাতির অদ্ভুত রীতি, বর-কনে বাছতে এক রাতের সঙ্গী হয় দু’জন, নিয়ম চমকে দেবে
১ এপ্রিল থেকে চালু হওয়া দুয়ারে সরকার রাজ্য জুড়ে নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে নাকি তা নিয়ে নজর দেবে এই টাস্ক ফোর্স। পাশাপাশি পরিষেবা যাতে সময়ের মধ্যেই সাধারণ মানুষ পায় তাতেও নজর দেবে এই কমিটি। এবার মোট ৩২ পরিষেবা নিয়ে দুয়ারে সরকার অনুষ্ঠিত হতে চলেছে। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ক্যাম্প করা হবে।
অন্য দিকে ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে। ইতিমধ্যেই তা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন। লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিদ্যুতের নতুন সংযোগ,আধার লিঙ্ক-সহ একাধিক পরিষেবার সুযোগ এবার দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পাওয়া যাবে। পরিষেবাও যাতে দ্রুত সাধারণ মানুষকে দেওয়া যায় তা নিয়েও এদিন বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব বলে নবান্ন সূত্রে খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Duare Sarkar