কলকাতা: তিনি একজন বিধায়ক। উগ্রপন্থী তো নন! তাঁর এলাকার মানুষের জন্যেই রাজ্য বাজেট অধিবেশনে তাঁর উপস্থিত থাকা প্রয়োজন। আদালতে এমন সওয়াল করেও তাঁর মক্কেল নওশাদ সিদ্দিকীর জামিন ছিনিয়ে আনতে পারলেন না তাঁর আইনজীবী।
বুধবার নওশাদ সিদ্দিকীর আইনজীবী সওয়াল করেন, নওশাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা দেখতে নওশাদকে কেন হেফাজতে রাখতে হবে? কিন্তু নওশাদের আইনজীবীর এই সমস্ত সওয়ালই বিফলে যায় এদিন। রাজ্যের বাজেট অধিবেশনের জন্যেও জামিন পেলেন না নওশাদ সিদ্দিকী। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আইএসএফ নেতার জেল হেফাজতের নির্দেশ আদালতের।
ব্যাঙ্কশাল আদালতে নওশাদের অন্তর্বর্তী জামিনের আর্জির শুনানি ছিল বুধবার। শুনানি শেষে আদালত নির্দেশে উল্লেখ করে, বাজেট অধিবেশনের জন্য জামিনের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেওয়া যাচ্ছে না নওশাদ সিদ্দিকীকে। আইন সবার জন্য সমান বলে জানায় আদালত।
আরও পড়ুন: আজ হাওড়ায় পরিষেবা প্রদান অনুষ্ঠান, ভার্চুয়ালি মানুষের হাতে পরিষেবা তুলে দেবেন মমতা
নওশাদের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়ে আদালতের কাছে বলেন, "নওসাদ সিদ্দিকী একজন বিধায়ক, উগ্রপন্থী বা উগ্রবাদী নন। রয়েছে সেটা বিবেচনা করুন। গত ২১ জানুয়ারি অভিযোগ অনুসারে দেখলে বোঝা যাবে এঁরা বেআইনি জমায়েত করেননি। জমায়েতের আবেদন জানানো হয়েছিল। বিধানসভা বাজেট অধিবেশন চলছে। তাঁর বিধানসভা এলাকার স্বার্থে তাঁর বাজেট অধিবেশনে থাকা দরকার।"
অন্যদিকে, নওশাদের আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজীবী আদালতকে জানান, "যিনি বিধায়ক, যাঁরা আইন রচনা দায়িত্বে, তাঁরা আইন ভাঙে কী করে? সিডি-তে দেখেছি, জমায়েতের কোনও অনুমতি ছিল না। এটা বেআইনি জমায়েত।" দুপক্ষের সওয়াল জবাব শুনে আদালত নওসাদ সিদ্দিকীর জামিনের আবেদন খারিজ করে আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ।
আরও পড়ুন: কী এমন পড়েছিলেন রাজ্যপাল? যাতে এত রেগে গেলেন বিজেপি বিধায়কেরা?
গত ২১ ফেব্রুয়ারি ভাঙড়ে পতাকা লাগানোকে কেন্দ্র করে হিংসা ছড়ায় ভাঙড়ে। তার উত্তাপ এসে পড়ে রাজ্যের রাজধানী কলকাতার ধর্মতলাতেও। আইএসএফ সমর্থকদের নিয়ে এসপ্লানেড চত্বরে জড়ো হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। পুলিশ বাধা দিতে গেলে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। ঘায়েল হন একাধিক পুলিশকর্মী। ঘটনায় নওশাদ সহ ১৩ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
ARPITA HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ISF, Naushad Siddiqui