Home /News /kolkata /

ক্রমশই অভিশপ্ত হয়ে উঠছে ২ নম্বর জাতীয় সড়ক

ক্রমশই অভিশপ্ত হয়ে উঠছে ২ নম্বর জাতীয় সড়ক

ক্রমশই অভিশপ্ত হয়ে উঠছে ২ নম্বর জাতীয় সড়ক । গতকাল পানাগড়ে দুটি পৃথক পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল ।

 • Share this:

  #কলকাতা: ক্রমশই অভিশপ্ত হয়ে উঠছে ২ নম্বর জাতীয় সড়ক । গতকাল পানাগড়ে দুটি পৃথক পথ দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল । আজ ফের জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার । পেশায় শিক্ষিকা শ্রাবনী চট্টোপাধ্যায় নামে ওই মহিলা উখরার বাসিন্দা । আজ বিকেলে শ্রাবনীদেবী গোপালপুরের বান্দ্রা গ্রামের বাসিন্দা বামদেব বন্দ্যোপাধ্যায়ের সাথে বাইকে করে দুর্গাপুরের সিটি সেন্টার আসছিলেন ।

  তাদের বাইক যখন গোপালপুর থেকে রাজবাঁধে এসে পৌছায়, সেই সময় জাতীয় সড়কের ওই জায়গায় রাস্তা খারাপ থাকায় উল্টোদিক থেকে একটি ট্রাক তাদের বাইকের সামনে এসে পড়ে । তখন ওই দুই বাইক আরোহী উলটে রাস্তায় পড়ে যান । ট্রাকটি ব্রেক কষে পেছতে গেলেই তখন ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি । শ্রাবনীদেবীর মাথার ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায় আর পিষ্ট হয়ে যান শ্রাবনীদেবী ।

  অন্যদিকে আহত বামদেব বন্দ্যোপাধ্যায় আহত অবস্থায় গৌরিদেবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এই ঘটনায় ফের যানজটের সৃষ্টি হয়েছে ২নম্বর জাতীয় সড়কে । ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ । ভিজ্যুয়ালস ও বাইট মেলে পাঠালাম ।

  First published:

  Tags: Accident, National highway

  পরবর্তী খবর