#কলকাতা: টিটাগড়ে দাপুটে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় মূল চক্রান্তকারী ধৃত নাসির আলীর থেকে দুটি মোবাইল ফোন, সিমকার্ড সহ বাংলাদেশি কিছু নগদ টাকা উদ্ধার করেছে সিআইডি | ধৃতের থেকে উদ্ধার মোবাইল গুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সিআইডি সূত্রের খবর | নাসিরের সঙ্গে বিহারে জেলবন্দি সুবোধ সিং ছাড়া আর কার যোগাযোগ ছিল তা খতিয়ে দেখবে সিআইডি | নাসির আলীকে শুক্রবার বারাকপুর আদালতে পেশ করা হয় | তাকে আট জানুয়ারি পর্যন্ত অর্থ্যাৎ চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত |
সিআইডি সূত্রের খবর, নাসিরকে জেরা করে বেশ কয়েকটি উল্লেখযোগ্য তথ্য ও কিছু ফোন সিমকার্ড সহ নগদ উদ্ধার করা হয়েছে | ওই ঘটনায় খুনের মূল ষড়যন্ত্র ও বিহার জেলে বন্দি সুবোধ সিংয়ের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল, বলে দাবি সিআইডির | টিটাগড়ে ওই খুনের ঘটনায় বাকি চার শার্প শ্যুটারের খোঁজে ভিন রাজ্যতে টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে সিআইডি | নাসির ও বিহার জেলে বন্দি সুবোধ সিংয়ের কল রেকর্ড খতিয়ে দেখছে সিআইডি |
গত ১০ডিসেম্বর গভীর রাতে কল্যাণী এক্সপ্রেসে এক আত্মীয়র বাড়ি কাছ থেকে নাসিরকে গ্রেফতার করে সিআইডি | এরপর ধৃতের চোদ্দ দিনের ( ২৫ ডিসেম্বর পর্যন্ত ) সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল বারাকপুর আদালত | সেই পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয় শুক্রবার | তাই আজ, শুক্রবার, ফের বারাকপুর আদালতে পেশ করা হয় নাসিরকে | আদালত সূত্রের খবর, নাসিরকে আট জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত |প্রসঙ্গত, গত চার অক্টোবরে টিটাগড়ে দুষ্কৃতীদের পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে ছোড়া গুলিতে নিহত হন বারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি দাপুটে নেতা মনীষ শুক্লা | সেই খুনের ঘটনায় সিআইডি তদন্তভার হাতে নেয় | ঘটনার পরপর পঞ্জাব থেকে দুই শার্প শ্যুটার গ্রেফতার হয় | এখনও পর্যন্ত মোট দশ জন গ্রেফতার হয়েছে এই ঘটনায় | কিন্তু এখনও চার শার্প শ্যুটার অধরা | তাদের খোঁজ করছেন সিআইডি তদন্তকারীরা |
অর্পিতা হাজরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mobile