হোম /খবর /ক্রাইম /
বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় ধৃত নাসিরের থেকে উদ্ধার মোবাইল,বাংলাদেশী নগদ

বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় ধৃত নাসিরের থেকে উদ্ধার মোবাইল, সিম, বাংলাদেশী নগদ, দাবি সিআইডির 

নাসিরকে আট জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷

  • Share this:

#কলকাতা: টিটাগড়ে দাপুটে বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় মূল চক্রান্তকারী  ধৃত  নাসির আলীর থেকে  দুটি মোবাইল  ফোন,  সিমকার্ড সহ বাংলাদেশি কিছু নগদ  টাকা উদ্ধার করেছে সিআইডি  | ধৃতের থেকে উদ্ধার মোবাইল গুলি  ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো  হবে বলে  সিআইডি সূত্রের খবর | নাসিরের সঙ্গে বিহারে জেলবন্দি সুবোধ সিং ছাড়া আর কার যোগাযোগ  ছিল তা খতিয়ে দেখবে সিআইডি | নাসির আলীকে শুক্রবার  বারাকপুর আদালতে পেশ করা হয় | তাকে আট  জানুয়ারি  পর্যন্ত  অর্থ্যাৎ  চোদ্দ  দিনের  জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত |

সিআইডি  সূত্রের খবর, নাসিরকে জেরা করে বেশ কয়েকটি উল্লেখযোগ্য  তথ্য ও কিছু  ফোন সিমকার্ড সহ নগদ উদ্ধার করা হয়েছে | ওই  ঘটনায়  খুনের মূল ষড়যন্ত্র ও বিহার  জেলে  বন্দি  সুবোধ  সিংয়ের সঙ্গে প্রত্যক্ষ  যোগাযোগ ছিল, বলে  দাবি  সিআইডির | টিটাগড়ে  ওই খুনের  ঘটনায় বাকি চার শার্প শ্যুটারের খোঁজে ভিন রাজ্যতে টাওয়ার লোকেশন  খতিয়ে দেখছে সিআইডি |  নাসির ও বিহার জেলে বন্দি সুবোধ সিংয়ের কল রেকর্ড  খতিয়ে দেখছে সিআইডি |

গত ১০ডিসেম্বর  গভীর  রাতে  কল্যাণী  এক্সপ্রেসে  এক আত্মীয়র বাড়ি  কাছ থেকে নাসিরকে  গ্রেফতার করে  সিআইডি | এরপর  ধৃতের চোদ্দ দিনের  ( ২৫ ডিসেম্বর পর্যন্ত )  সিআইডি  হেফাজতের  নির্দেশ দিয়েছিল বারাকপুর আদালত | সেই  পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয় শুক্রবার  | তাই আজ, শুক্রবার, ফের বারাকপুর আদালতে পেশ করা হয় নাসিরকে | আদালত সূত্রের খবর, নাসিরকে আট জানুয়ারি  পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত |প্রসঙ্গত, গত চার অক্টোবরে টিটাগড়ে  দুষ্কৃতীদের পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে ছোড়া  গুলিতে নিহত হন বারাকপুর শিল্পাঞ্চলে  বিজেপি দাপুটে নেতা  মনীষ শুক্লা | সেই খুনের ঘটনায় সিআইডি তদন্তভার হাতে নেয়  | ঘটনার পরপর পঞ্জাব  থেকে দুই শার্প  শ্যুটার গ্রেফতার হয় | এখনও পর্যন্ত মোট  দশ জন গ্রেফতার  হয়েছে  এই ঘটনায় | কিন্তু  এখনও  চার শার্প শ্যুটার অধরা | তাদের খোঁজ করছেন সিআইডি তদন্তকারীরা |

অর্পিতা হাজরা

Published by:Pooja Basu
First published:

Tags: Mobile