হোম /খবর /কলকাতা /
দিল্লিতে বামেদের সঙ্গে আন্দোলন, ভোটের আগে মমতার অস্বস্তি বাড়ালেন মোদি

দিল্লিতে বামেদের সঙ্গে আন্দোলন, ভোটের আগে মমতার অস্বস্তি বাড়ালেন মোদি

প্রতীকী ছবি৷

প্রতীকী ছবি৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এবার নরেন্দ্র মোদির নিশানায় বামেরাও৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে জোট বেঁধে বামেরা দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী৷ এতদিন বাম, কংগ্রেস, বিজেপি-কে একসঙ্গে আক্রমণ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই পথেই হেঁটে রাজ্যে তৃণমূলের অস্বস্তি বাড়ানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী৷ তৃণমূল অবশ্য অভিযোগ, কৃষক আন্দোলনের ঐক্যে চিড় ধরাতেই এমন অভিযোগ করছেন প্রধানমন্ত্রী৷

এ দিন কৃষক সম্মান নিধি প্রকল্প রাজ্যে চালু করতে দেওয়া হচ্ছে না অভিযোগে সরব হন প্রধানমন্ত্রী৷ রাজনৈতিক কারণেই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী৷ বামেরা কেন এর বিরুদ্ধে আন্দোলন করছেন না, সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দিল্লিতে গিয়ে কৃষক আন্দোলনে একসঙ্গে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল এবং বামেরা৷

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সচেতন ভাবেই রাজ্যে তৃণমূলের সঙ্গে বামেদের ঘনিষ্ঠতার বিষয়টি প্রধানমন্ত্রী তুলে ধরতে চাইলেন বলে মত রাজনৈতিক মহলের৷ রাজ্যের কৃষকদের সহানুভূতি আদায় করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়াতেই এমন কৌশলী চাল দিলেন বলেই মনে করা হচ্ছে৷

তৃণমূল সাংসদ সৌগত রায় অবশ্য দাবি করেছেন, বামেদের প্রতি তারা নিজেদের মনোভাব বদলাচ্ছেন না৷ তিনি বলেন, 'বামেদের সঙ্গে আমাদের মতবিরোধ আছে৷ কিন্তু কৃষক আন্দোলনে অনেক আগে থেকে আমাদের সমর্থন আছে৷ বামেরাও সমর্থন করছে৷ অন্য বিষয়ে বামেদের সঙ্গে মতবিরোধ থাকলেও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কৃষক আন্দোলন নিয়ে একসঙ্গে কথা বলতে আপত্তি নেই৷ এ ভাবে কৃষক আন্দোলনে চিড় ধরানো যাবে না৷'

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Left Front, Mamata Banerjee, Narendra Modi